ঢাকা শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫

Motobad news

কাঠালিয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ছাত্রলীগের বৃক্ষরোপন

কাঠালিয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ছাত্রলীগের বৃক্ষরোপন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

ঝালকাঠির কাঠালিয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে কেন্দ্রীয় ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক ইমরান জমাদ্দারের উদ্যোগে গাছের চারা রোপন করা হয়েছে।

আজ কাঠালিয়া উপজেলা পরিষদ চত্বর ও পর্যটন কেন্দ্র ছৈলার চরে এ বৃক্ষ রোপন করা হয়। বিভিন্ন জাতের ফলজ ও বোনজ ৭৫টি গাছের চারা রোপন করা হয়েছে, এর মধ্যে রয়েছে কৃষ্ণচূড়া, নিম, আমলকি, পেয়ারা, চালতা, জাম ও জারুল প্রজাতির চারা।

উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. এমাদুল হক মনির প্রধান অতিথি হিসেবে এ বৃক্ষ রোপন কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. সাঈদ আহম্মেদ জিসান, সাধারণ সম্পাদক মোঃ মাসুদ খানসহ ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন