ভোক্তা অধিকারের অভিযানে ৮ প্রতিষ্ঠানকে জরিমানা
নলছিটিতে ভেজাল বিরোধী অভিযানে ৮ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। শনিবার (২ অক্টোবর) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে এ জরিমানা করা হয়। এসময় ৮ প্রতিষ্ঠানকে মোট ২৩ হাজার ৫শ টাকা জরিমানা বাবদ তাৎক্ষণিক আদায় করেছেন সংশ্লিষ্টরা।
গণমাধ্যমে প্রেরিত খবর বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভেজাল বিরোধী অভিযানের অংশ হিসেবে শনিবার সকাল পৌনে ১০ টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত নলছিটিতে অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা। অভিযানে পণ্যের মোড়ক ব্যবহার এবং মূল্য তালিকা প্রদর্শন না করা, মেয়াদ উত্তীর্ণ পণ্য বা ওষুধ বিক্রির অপরাধে গাজী স্টোরের প্রোঃ রোকন উদ্দিন, হাওলাদার স্টোরের প্রোঃ মোঃ সুমন হাং, রানা অ্যান্ড ব্রাদার্সের প্রোঃ মোঃ রায়হান, কুন্ডু মিষ্টান্ন ভাণ্ডারের প্রোঃ গৌতম কুন্ডু, কুন্ডু স্টোরের প্রোঃ নিত্যানন্দ কুন্ডু, খন্দকার স্টোরের প্রোঃ মোঃ সোহেল, ফিরোজ টেলিকমের প্রোঃ মোঃ ফিরোজ ও উজ্জল স্টোরের প্রোঃ উজ্জলকে মোট ২৩ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারি পরিচালক সুমি রাণী মিত্র ও সাকিয়া সুলতানা। ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা অভিযানে সহায়তা করেন।
এমবি