ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহযোগিতায় ছাত্র অধিকার পরিষদ

প্রথম বারের মতো ঢাকা বিশ্ববিদ্যায়ের ভর্তি পরীক্ষা আয়োজন করা হয়েছে বিভাগীয় শহরে। এ উপলক্ষে একটি বিশেষ স্বেচ্ছাসেবী টিম কার্যক্রমের আয়োজন করে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের তৈরি "বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ" ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। এরই ধারাবাহিকতায় বরিশালে কাজটি পরিচালনা করে বরিশাল মহানগর শাখা।
বরিশালে শুক্রবার তিনটি কেন্দ্রে এবং শনিবার একটি কেন্দ্রে অনুষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা।
প্রথম দিনে সরকারি বিএম কলেজ, সরকারি মহিলা কলেজ ও বরিশাল বিশ্ববিদ্যালয়ে এবং দ্বিতীয় দিনে শুধু বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা গ্রহণ করা হয়। বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, বরিশাল মহানগর এবং জেলার স্বেচ্ছাসেবী টিম ভর্তিচ্ছু শিক্ষার্থীদের বিভিন্নরকম সহযোগিতা করার জন্য সার্বক্ষণিক প্রস্তুত ছিলো বলে জানান দলটির নেতাকর্মীরা।
উল্লেখযোগ্য কার্যক্রমের মধ্যে ছিলো শিক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রের সঠিক ও সহজ রাস্তা চিনিয়ে দেওয়া, শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনার পাশপাশি মাস্ক বিতরণ, ইমার্জেন্সি বাইক সার্ভিস, ট্রাফিকজ্যাম নিয়ন্ত্রণে সহযোগিতা করা, শিক্ষা উপকরণ (কলম) বিতরণ ইত্যাদি।
দুটি টিম গঠনের মাধ্যমে স্বেচ্ছাসেবীর দায়ীত্ব পালন করেন তারা। বরিশাল মহানগর সভাপতি মোঃ মেহেদী হাসান'র নেতৃত্বে একটা টিম বরিশাল মহিলা কলেজ এবং মহানগর সাধারণ সম্পাদক নাঈম আফসারী মুন্না'র নেতৃত্বে একটা টিম বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভ্রাম্যমাণ স্বেচ্ছাসেবীর দায়ীত্ব পালন করেন।
এছাড়াও বরিশাল মহানগর এর যুব নেতারা এবং বরিশাল জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি রনি খন্দকার, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আলভি সহ অনেকেই এ কার্যক্রমে অংশগ্রহণ করেন।
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ছাত্রছাত্রীদের অধিকার আদায়ে ও সহযোগিতার জন্য একইভাবে স্বেচ্ছাসেবক টিম নিয়ে মাঠে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ,বরিশাল মহানগর এর নেতাকর্মীরা।
এমবি