বরিশালে দুর্বৃত্তের হামলায় সাংবাদিক আলম রায়হান গুরুতর আহত

বরিশালে মাদক কারবারির হামলায় সিনিয়র সাংবাদিক আলম রায়হান গুরুতর আহত হয়েছেন।
শনিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে বরিশাল নগরীর বটতলায় দৈনিক দখিনের সময়ের অফিসে এ হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মাদক কারবারি তৌহিদ, উজ্জ্বল, সিদ্দিকসহ অন্তত ১০ জন অতর্কিতে দখিনের সময়ের অফিসে হামলা চালায়। এসময় সেখানে উপস্থিত সাংবাদিকদের উপর চড়াও হয় তারা।
পরে সাংবাদিকরা আলম রায়হানকে আহত অবস্থায় উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এমবি