ঝালকাঠিতে ইলিশ ধরায় নিষেধাজ্ঞা মানার প্রতিশ্রুতি জেলেদের

প্রজনের সার্থে ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীতে রবিবার মধ্য রাত থেকে টানা ২২ দিন ইলিশ ধরা বন্ধ ঘোষণা করেছে সরকার। সরকারের নির্দেশনা মেনে ঝালকাঠির জেলেরা ইতোমধ্যেই জাল ও নৌকা নদী থেকে উঠিয়ে রাখছেন। অনেকে বাড়ির সামনে নদীর তীরে বেধে রেখেন ইলিশ ধরার নৌকা। এদিকে মৎস্য বিভাগের পক্ষ থেকে নদীতীরে ও জেলে পল্লী এলাকায় সচেতনতামূলক মাইকিং ও লিফলেট বিতরণ করা হয়েছে।
জেলা মৎস্য বিভাগ জানায়, জেলায় ৬ হাজার ৮০০ তালিকাভুক্ত জেলে রয়েছে। যারা সুগন্ধা ও বিষখালী নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। নিষেধাজ্ঞার সময় নদীতে জাল ফেলে মাছ ধরা যাবে না জানিয়ে মাইকিং করেছে মৎস্য বিভাগ। টানা ২২ দিন ইলিশ আহরণ,বিপণন, ক্রয়-বিক্রয়, পরিবহণ, মজুদ ও বিনিময় নিষিদ্ধ থাকবে। এ নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে জেল-জরিমানা করা হবে।
জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ বলেন, ঝালকাঠিতে ৪০ কিলোমিটার এলাকাজুড়ে সুগন্ধা ও বিষখালী নদীতে ইলিশ ধরার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। প্রকৃত জেলেরা এ নির্দেশনা মেনে চলবেন বলে তাঁরা প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু কিছু মৌসুমি জেলে এ সময়ে নদীতে জাল ফেলে মাছ ধরে। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এইচকেআর