বিশ্ব শিক্ষক দিবস আগামীকাল
আগামীকাল ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস। এবারের প্রতিপাদ্য “টিচারস অ্যাট দ্য হার্ট অফ এডুকেশন রিকভারি”। দিবসটি পালন উপলক্ষে নানা কর্মসূচী গ্রহণ করেছে বাংলাদেশ শিক্ষক কর্মচারী সমিতি ফেডারেশন, বরিশাল।
কর্মসূচীর মধ্যে রয়েছে সকাল ১০ টায় নগরীর অশ্বিনী কুমার হল প্রাঙ্গণ থেকে শিক্ষক কর্মচারীদের সমন্বয়ে র্যালি।
পরে বেলা ১১ টায় শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হবে আলোচনা সভা। এতে সভাপতিত্ব করবেন বাংলাদেশ শিক্ষক কর্মচারী সমিতি ফেডারেশনের সমন্বয়ক অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মাদ ইউনুস।
এমবি