ঝালকাঠিতে জেলা বিএনপির দুই কার্যালয় ভাঙচুর

ঝালকাঠি শহরে জেলা বিএনপির দুইটি কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। সোমবার সন্ধ্যায় ইউসুফ হোসেন কমিশনার সড়ক ও আমতলা গলি সড়কে এ ঘটনা ঘটে। হামলাকারীরা বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের ছবি ও আসবাবপত্র ভাঙচুর করে।
জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন জানান, সন্ধ্যায় ১০-১২টি মোটরসাইকেলে দুর্বৃত্তরা এসে আকস্মিকভাবে শহরের ইউসুফ হোসেন কমিশনার সড়কে জেলা বিএনপির প্রধান কার্যালয়ে হামলা চালায়। এ সময় তারা লাঠিসোটা দিয়ে টিনসেডের কার্যালয়ের ভেতরে ঢুকে আসবাবপত্র ও জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি ও সাইনবোর্ড ভাঙচুর করে। পরে দুর্বৃত্তরা শহরের আমতলা সড়কে জেলা বিএনপির আরেকটি কার্যালয়ে হামলা চালায়। ওই কার্যালয়ের সামনের সাটার ও জানালার গ্লাস ভাঙচুর করে।
ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুর বলেন, হামলাকারীদের কাউকে আমরা দেখিনি। তবে সরকার সমর্থক কোন সংগঠনের নেতাকর্মীরা এ হামলা চালাতে পারে বলে ধারণা করছি। এ ব্যাপারে জেলা বিএনপির নেতৃবৃন্দের আলোচনার পর সিদ্ধান্ত জানানো হবে। যারাই এ ঘটনার সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিবো।
ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান বলেন, বিষয়টি শুনেছি। এখন পর্যন্ত বিএনপির পক্ষ থেকে কোন অভিযোগ পাওয়া যায়নি। এ ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে।
এমবি