ঢাকা শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫

Motobad news

অবশেষে কলাপাড়ার আলোচিত নারী খাদ্য পরিদর্শককে প্রত্যাহার

অবশেষে কলাপাড়ার আলোচিত নারী খাদ্য পরিদর্শককে প্রত্যাহার
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

কলাপাড়া খাদ্য অধিদপ্তরের আলোচিত নারী খাদ্য পরিদর্শক আরিফা সুলতানাকে অবশেষে প্রত্যাহার করে বরিশাল আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। খাদ্য অধিদপ্তরের সংস্থাপন শাখা, প্রশাসন বিভাগ’র অতিরিক্ত পরিচালক মো: আশরাফুল আলম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানা গেছে।

অফিস আদেশে বলা হয়, ৪ অক্টোবর তিনি দায়িত্ব হস্তান্তর করবেন। অন্যথায় ৫ অক্টোবর হতে তাৎক্ষণিক কর্মবিমুক্ত বলে গণ্য হবেন। এতে মহাপরিচালক (গ্রেড-১) এর অনুমোদন রয়েছে। তাকে প্রশাসনিক কারণে বদলী করা হয়েছে মর্মে অফিস আদেশে উল্লেখ রয়েছে।

কলাপাড়া খাদ্য অধিদপ্তরের সদ্য যোগদানকৃত খাদ্য নিয়ন্ত্রক মো: নুরুল্লাহ বলেন, নারী খাদ্য পরিদর্শক আরিফা সুলতানার বিরুদ্ধে অধিদপ্তর থেকে তদন্ত করা হচ্ছে।
এর আগে একজন ওএমএস ডিলারের সাথে নারী খাদ্য পরিদর্শকের অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগের তদন্ত শুরু করে খাদ্য অধিদপ্তরের গঠিত তদন্ত কমিটি।


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন