ঢাকা শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫

Motobad news

কলাপাড়ায় দুস্থ মানুষের মাঝে চাল বিতরণ

কলাপাড়ায় দুস্থ মানুষের মাঝে চাল বিতরণ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

কলাপাড়ায় আব্দুল লতিফ গাজী ও আছিয়া বেগম ফাউন্ডেশনের উদ্যোগে করোনাকালীন অসহায় দুস্থ মানুষের পাশে থাকার প্রত্যয় দুই শতাধিক দুস্থদের মাঝে চাল বিতরণ করা হয়েছে।

জনপ্রতি ১০ কেজি করে চাল বিতরণ করেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সদস্য আসন্ন টিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ-প্রার্থী ইয়ামিন আহমেদ।

মঙ্গলবার দুপুরে ইয়ামিন আহমেদ এর বাসভবনের সামনে এ চাল বিতরণ করা হয়।

ইয়ামিন আহমেদ জানান, আব্দুল লতিফ গাজী ও আছিয়া বেগম ফাউন্ডেশনের উদ্যোগে করোনাকালীন অসহায় দুস্থ মানুষের পাশে থাকার প্রত্যয় শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী ও পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিব ভাইয়ের আহব্বানে ২ নং টিয়াখালী ইউনিয়নে বিনামূল্যে খাদ্য সহায়তা কর্মসূচি-২০২১ হাতে নিয়েছি। এই ধারাবাহিকতায় মঙ্গলবার দুপুরে দুই শতাধিক দুস্থ মানুষের মাঝে চাল বিতরণ করেছি। এই কর্মসূচি অব্যাহত রয়েছে বলে তিনি জানিয়েছেন।


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন