কাঠালিয়ায় দুই পা হারানো ব্যবসায়ীকে হুইল চেয়ার প্রদান

ঝালকাঠির কাঠালিয়ায় সদর ব্যবসায়িক সমিতি সড়ক দুর্ঘটনায় দু’পা হারানো সুশান্তকে হুইল চেয়ার প্রদান করেছে।
উপজেলা ব্যবসায়িক সমিতির কার্যালয়ে এ চেয়ার প্রদান করা হয়।
কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও বাজার ব্যবসায়িক সমিতির সভাপতি মোঃ মাহমুদুল হক নাহিদ সিকদার প্রধান অতিথি হিসেবে চেয়ার বিতরণ করেন।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাঠালিয়া সরকারি তফাজ্জল হোসেন মানিক মিয়া ডিগ্রী কলেজের সাবেক উপাধ্যক্ষ মোঃ আবি আব্দুল্লাহ চুন্নু, বাজার কমিটির সাধারণ সম্পাদক মোঃ আজিম সিকদার, কোষাধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম খোকন, ব্যবাসয়ী মোঃ বাবু সিকদার, মোঃ নুরুল আলম, মোঃ মিজানুর রহমান, আঃ সালাম, মাসুম বিল্লাহ, মিলন মু্সী প্রমুখ।
উল্লেখ্য , সুশান্ত ১০ বছর পূর্বে সড়ক দুর্ঘটনায় দুটি পা হারান। তিনি কাঠালিয়া থানার সামনের সড়কের পাশে একটি স্টেশনারী দোকান পরিচালনা করছেন। তার চলাচলের সুবিধার জন্য বাজারের ব্যবসায়িক সমিতি হুইল চেয়ারের ব্যবস্থা করে।
এমবি