ঢাকা শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫

Motobad news

দুর্নীতির মামলায় ইউপি চেয়ারম্যানসহ চারজনের বিরুদ্ধে চার্জশিট

দুর্নীতির মামলায় ইউপি চেয়ারম্যানসহ চারজনের বিরুদ্ধে চার্জশিট
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

দুর্নীতির মামলায় বরিশাল সদর উপজেলার ৮ নম্বর চাঁদপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ চার জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে বরিশাল দুর্নীতি দমন কমিশন। সোমবার বিকেলে চার্জশিট জিআরও অফিস থেকে সিনিয়র জজ আদালতে প্রেরণ করা হয়েছে।

অভিযুক্তরা হলেন- ৮ নম্বর চাঁদপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমানুল্লাহ আমান, ৯ নম্বর ওয়ার্ড চাঁদপুরা ইউনিয়ন পরিষদের সদস্য জাহাঙ্গীর হোসেন খান, ১ নম্বর ওয়ার্ডের সদস্য মীর বাহাদুর হোসেন কামাল, ৮ নম্বর চাঁদপুরা ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ ও চৌকিদার ফারুক মিয়া।

বরিশাল দুর্নীতি দমস অফিসের সহকারী পরিচালক হাসেম উল্লেখ করেন, সদর উপজেলার চাঁদপুরা ইউনিয়ন পরিষদে ২৫১ জন ভিজিডি সেবাগ্রহিতার জন্য প্রতি মাসে ৭.৫৩০ মেট্রিকটন চাল বরাদ্দ হয়। এতে প্রত্যেক সেবাগ্রহিতান মাসে ৩০ কেজি করে চাল পাওয়া কথা।

সেই হিসেবে তিন মাসে ২২.৫৯ মেট্রিকটন চাল বরাদ্দ দেওয়া হয়। কিন্তু তিন মাসে ৯০ কেজির পরিবর্তে ৭০ কেজি করে চাল দেওয়া হয়। ২০ কেজি করে কম দিয়ে ২৫১ জনের কাছ থেকে ৫.০২ মেট্রিকটন চাল আত্মসাত করেন মামলার আসামীরা। সেই তিন মাসে মোট এক লাখ ৮২ হাজার ৪২৬ টাকা আত্মসাত করা হয়েছে।

এঘটনায় বরিশাল জেলা দুর্নীতি দমন অফিসের সহকারী পরিচারক আবুল হাসেম বাদী হয়ে ২০১৭ সালের ২৭ নভেম্বর মামলা দায়ের করেন। ২০২১ সালের ২৯ সেপ্টেম্বর মামলার চার্জশিট দেন দুর্নীতি দমন বরিশাল অফিসের সহকারী পরিচালক হাফিজুর রহমান।


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন