বিশ্ব শিশু দিবস উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
আজ মঙ্গলবার বিকাল ০৩ টায় বরিশাল নগরীর ফকিরবাড়ি রোডস্থ শিক্ষক ভবনে সম্মিলিত শিশু অধিকার সপ্তাহ উদযাপন পর্ষদ বরিশাল’র আয়োজনে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২১ উদযাপন উপলক্ষে কন্যা শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা (উন্মুক্ত) ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বরিশাল এনজিও ডেভলপমেন্ট নেটওয়ার্ক (বিএনডিএন) সভাপতি উন্নয়ন সংগঠক আনোয়ার জাহিদ’র সভাপতিত্ত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন খেলাঘর কেন্দ্রিয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও শিশু অধিকার সুরক্ষা কমিটির আহবায়ক জীবন দে, সচেতন নাগরিক কমিটির সভাপতি প্রফেসর শাহ সাজেদা, উন্নয়ন সংগঠক আভাসের নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজল, সমন্বিত সমাজ উন্নয়ন সংস্থা (আইসিডিএ)’র নির্বাহী পরিচালক সালমা খান, কন্যা শিশু এ্যাডভোকেসি ফোরামের মেহের আফরোজ মিতা, টিআইবি’র আসফাকুর রহমান, আরোহী নির্বাহী পরিচালক খোরশেদ আলম, শিশু বান্ধব পুলিশ কর্মকর্তা রুমা পারভিন, গ্রাম বাংলা উন্নয়ন কমিটির মো: ফাইয়াজুল, আইসিডিএ’র উপ-নির্বাহী পরিচালক কাজী নওশাদ রাসেল, চারুকলা সংগঠক এ্যাডভোকেট সুভাস চন্দ্র দাস, সেইন্ট বাংলাদেশ'র ওয়ালিউল ইসলাম প্রমুখ।।
উন্নয়ন সংগঠন ম্যাপ’র নির্বাহী পরিচালক শুভংকর চক্রবর্তী’র সঞ্চালনায় আলোচনা সভায় বক্তারা কভিড পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে সকলকে চলার আহবান জানিয়ে বলেন, এই সময়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের শিশু কিশোর জনগোষ্ঠি। বক্তারা শিশুর প্রতি বিনিয়োগ বাড়ানোর আহবান জানিয়ে বলেন, বরিশালে শিশু বান্ধব নগরী কার্যক্রমকে উজ্জীবিত করতে হবে। এক্ষেত্রে সকল বক্তা শিশু অধিকার প্রতিষ্ঠা ও শিশু অধিকার সনদ বাস্তবায়নে সংবেদনশীল নাগরিক সমাজ গঠনের আহবান জানান। পুরস্কার বিতরণ শেষে সভাপতি সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
উল্লেখ্য, চার (০৪) অক্টোবর শিশু অধিকার সপ্তাহের উদ্বোধনী দিনে সন্ধ্যা ৭ টায় "করোনা মহামারিকালীন শিশুর শারীিরক ও মানসিক স্বাস্থ্য প্রসঙ্গ শিশু বান্ধব নগরী কার্যক্রম" শীর্ষক ওয়েবিনার অনুষ্ঠিত হয়। উদযাপন পর্ষদ'র সমন্বয়কারী শুভংকর চক্রবর্তী'র সঞ্চালনায় ওয়েবিনারে যুক্ত হয়ে আলোচনায় অংশ নেন ইউনিসেফ বরিশাল বিভাগীয় প্রধান এ এইচ তৌফিক আহমেদ, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো: মোজাম্মেল হোসেন, প্রবীণ উন্নয়ন সংগঠক বরিশাল এনজিও ডেভেলপমেন্ট নেটওয়ার্ক (বিএনডিএন) সভাপতি আনোয়ার জাহিদ, উন্নয়ন সংগঠক আভাস নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজল, সেইন্ট বাংলাদেশ'র নির্বাহী পরিচালক কাজী জাহাঙ্গীর কবির, স্পিড ট্রাষ্ট'র নির্বাহী প্রধান দিপু শামসুল ইসলাম, গ্রাম বাংলা উন্নয়ন কমিটির নির্বাহী পরিচালক এ কে এম মাকসুদ, প্লান ইন্টারন্যাশনাল এর নাসরিন নাহার, এবিসি ফাউন্ডেশন'র নির্বাহী পরিচালক নকীব আবদুস সালাম, আরোহী নির্বাহী পরিচালক এটিএম খোরশেদ আলম, চন্দ্রদ্বীপ ডেভলপমেন্ট সোসাইটির নির্বাহী পরিচালক জাহানারা বেগম স্বপ্না, বিএমকেএস'র নির্বাহী পরিচালক কাওছার পারভীন। ওয়েবিনারে সভাপতিত্ত্ব করেন জাতীয় শিশু কিশোর সংগঠন খেলাঘর কেন্দ্রিয় কমিটির প্রেসিডিয়াম সদস্য জীবন দে।
ওয়েবিনারে বক্তারা শিশুবান্ধব নগরী কার্যক্রম পুনরুজ্জীবিত করার আহবান জানিয়ে বলেন করোনা মহামারিকালীন শিশুর শারীরিক, মানসিক স্বাস্থ্য রক্ষায় এই কার্যক্রমের বিকল্প নেই। সকল শিক্ষা প্রতিষ্ঠানে ক্রিড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনার উপরে গুরুত্ব আরোপ করেন। পাশাপাশি সকলের সম্মিলিত প্রচেষ্টায় শিশুবান্ধব নগরী কার্যক্রম যথাযথ বাস্তবায়নের জন্য দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন বক্তারা।
এমবি