আগৈলঝাড়ায় জনতার হাতে মোটরসাইকেল চোর আটক

আগৈলঝাড়ায় জনতার হাতে এক মোটরসাইকেল চোর আটক হয়েছে। পরে আটককৃত চোরকে থানায় সোপর্দ করা হয়।
স্থানীয় ও মামলা সূত্রে জানা গেছে, উপজেলার ফুল্লশ্রী গ্রামের নেছারউদ্দিন ফকিরের বাসা গত ৯ মাস পূর্বে ভাড়া নেয় গৌরনদী উপজেলার দিয়াসুর গ্রামের মনছুর সরদারের ছেলে মোটরসাইকেল চোর সুমন সরদার। সে ওই বাসায় ভাড়া থেকে বিভিন্ন স্থানে ভ্যান, ইজিবাইক ও মোটরসাইকেল চুরি করতো।
আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম জানান, সোমবার রাতে গৌরনদী উপজেলার বেজহার গ্রামের শাজাহান হাওলাদারের ছেলে লোকমান হাওলাদারের ঘর থেকে মোটরসাইকেল (বরিশাল-হ-১২-৪৬৭৯) চুরি করে একই উপজেলার দিয়াসুর গ্রামের মনছুর সরদারের ছেলে সুমন সরদার।
স্থানীয়দের সন্দেহ হলে ফুল্লশ্রী ভাড়া বাসা থেকে সুমনকে মোটরসাইকেলসহ আটক করে থানায় খবর দেয়। পরে আগৈলঝাড়া থানার উপপরিদর্শক আলী হোসেন মোটরসাইকেলসহ চোর সুমনকে থানায় নিয়ে আসে।
এঘটনায় লোকমান হাওলাদার বাদী হয়ে আগৈলঝাড়া থানায় মোটরসাইকেল চুরির অপরাধে সুমনকে আসামীকে করে মামলা দায়ের করেন। যার নং-২।
আগৈলঝাড়া থানার উপপরিদর্শক আলী হোসেন জানান, আটককৃত আসামী সুমন সরদারকে বুধবার সকালে বরিশাল আদালতে প্রেরণ করা হয়েছে।
এমবি