বরিশালে নির্বাচনী সহিংসতায় আহত ৩

বরিশালে নির্বাচনী সহিংসতায় অন্তত ৩ জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় নগরীর ২৮ নং ওয়ার্ড কাশিপুরে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে ১ জনকে উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া অপর দু’জন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তবে এ ঘটনায় জড়িত কাউকে এ প্রতিবেদন রেখা পর্যন্ত আটক করতে পারেনি পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, বরিশাল সিটি করপোরেশনের ২৮ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে উপ-নির্বাচনে ভোটগ্রহণ বৃহস্পতিবার সকাল ৮টায় শুরু হয়। ইভিএমের মাধ্যমে ৩টি কেন্দ্রে বিকাল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ।
নির্বাচনে মোট ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তারা হলেন- ঘুড়ি প্রতীক নিয়ে জাহিদ হোসেন, ঠেলাগাড়ি প্রতীক নিয়ে হুমায়ন কবির এবং লাটিম প্রতীক নিয়ে সৈয়দ গোলাম কবির মামুন।
স্থানীয়রা জানান, ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় লাটিম প্রতীকের প্রার্থী সৈয়দ গোলাম কবির মামুনের পরাজিত হওয়ার গুঞ্জন ওঠে। বিষয়টিকে কেন্দ্র করে ক্ষুব্ধ হয়ে ওঠেন তার কর্মী-সমর্থকরা। এক পর্যায় তারা জাহিদ হোসেনের ঘুড়ি প্রতীকের এক সমর্থককে বেদম মারধর করেন। তারা বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করেন জাহিদ হোসেনের ওই সমর্থককে। তাদের মারধরে আহত হন আরও দু’জন।
এসময় স্থানীয়রা আহত দু’জনকে উদ্ধার করেন এবং প্রাথমিক চিকিৎসা দেন।
মারধরের শিকার ঘুড়ি প্রতীকের সমর্থককে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা অবস্থা গুরুতর বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।
এ বিষয়ে এয়ারপোর্ট থানার ওসি কমলেস চন্দ্র হালদার রাত সাড়ে ৭ টায় মতবাদকে জানান, তিনি ঘটনাস্থলে আছেন। মারধরের ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে তাদের চিহ্নিতের চেষ্টা অব্যাহত আছে। দোষীদের অবশ্যই আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।
প্রসংগত, ২০২০ সালের ১১ ডিসেম্বর ২৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন মৃত্যুবরণ করার পর এই ওয়ার্ডে উপ-নির্বাচন অনুষ্ঠিত হলো আজ বৃহস্পতিবার। নির্বাচন উপলক্ষে জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নির্বাচনী দায়িত্ব পালন করেন।
এমবি