ঢাকা শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫

Motobad news

বরিশালে সিএনজির চাপায় নারী পথচারীর মৃত্যু

বরিশালে সিএনজির চাপায় নারী পথচারীর মৃত্যু
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশাল নগরীতে সিএনজি চাপায় এক পথচারী নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে নগরীর নথুল্লাবাদ এলাকায় রাস্তা পার হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সিএন্ডবি রোড থেকে নথুল্লাবাদের দিকে দ্রুতগতিতে একটি সিএনজি যাচ্ছিল। এসময় রাস্তা পার হতে যাওয়া পথচারী নারী সিএনজির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। সিএনজি চালক-কে জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছে।

নিহত নারীর নাম রিনা বেগম(৪০)। তিনি লুৎফর রহমান সড়কের বাসিন্দা ও সালাম হাওলাদারের স্ত্রী।

স্বজনরা জানান, মেয়ের জন্য মাছ কিনতে নথুল্লাবাদ মাছ বাজারে যাচ্ছিলেন রিনা বেগম। এক পর্যায়ে রাস্তা পার হওয়ার সময় সিএনজির চাকায় পিষ্ট হয়ে মারা যান তিনি।

নিহতের লাশ শেবাচিম হাসপাতালের মর্গে আছে। সুরতাহাল রিপোর্ট শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এ বিষয়ে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কমলেশ হালদার বলেন, গত রাতে সিএনজির চাকায় পিষ্ট হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। ঘাতক সিএনজি চালক থানায় আটক আছেন।


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন