আমতলীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত
.jpeg)
আমতলী- কলাপাড়া- কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কে দুটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মিজানুর রহমান হাওলাদার নামে একজন (৩৮) নিহত হয়েছেন। এতে আজিজুল ইসলাম (২৪) নামে অপর এক মোটরসাইকেল চালক গুরুতর আহত হস। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য থানায় নিয়ে যায়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলার হলদিয়া ইউনিয়নের পূর্বচিলা গ্রামের মোঃ রফিজ হাওলাদারের পুত্র মোঃ মিজানুর রহমান হাওলাদার আজশনিবার বিকেল সাড়ে ৪টার দিকে মোটরসাইকেল যোগে বাড়ী যাচ্ছিলন। পথিমধ্যে ওই মহাসড়কের আমতলীর মানিকঝুড়ি বাসষ্ট্যান্ডে পৌঁছলে বিপরীত দিক কুয়াকাটা থেকে আসা বরিশাল সদরের বাসিন্দা আজিজুল ইসলামের মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটর সাইকেলের চালকই গুরুতর আহত হন।
স্থানীয়রা দু’জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পরে হাসপাতালেই আহত মিজানুর রহমান হাওলাদার মারা যান। অপর আহত চালক আজিজুল ইসলামের পা ভেঙে যাওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার চন্দ্রিমা মন্ডল বলেন, হাসপাতালে আনার সাথে সাথেই আহত মিজানুর রহমানের মৃত্যু হয়েছে এবং অপর আহত আজিজুল ইসলামকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহ আলম হাওলাদার মুঠোফোনে বলেন, আজ বিকেলে দুটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মিজানুর রহমান নামে এক মোটর সাইকেল চালক নিহত ও অপর একজন আহত হয়েছেন। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য থানায় নিয়ে আসা হলেও পরিবারের আপত্তির কারণে তাদের কাছে লাশ হস্তান্তর করা হবে।
এমবি