ঢাকের তালে মুখোরিত কাঠালিয়ার পুজামন্ড

ঝালাকাঠির কাঠালিয়ায় ৫৪ পুজামন্ডবে প্রতিদিন ছুটে আসছে হাজার হাজার ভক্তবৃন্দ। সরেজমিনে পুজামন্ডে ঘুরে দেখা গেছে, প্রতিবছরের চেয়ে উপজেলার আমুয়া বন্দর সার্বজনীন পুজাঁ মন্দিরে এই বছর উপচে পড়া ভিড়। ঢাকের তালে তালে কাপিয়ে দিচ্ছেন পূজামন্ডব। এসেছে দুর দুরন্ত থেকে শতশত অস্থায়ী দোকান পাট। বসছে হরেক রকম বিনোদন করার মতো প্যাকেজ। নারী পুরুষের অনন্দের যেন শেষ নেই। শিশু কিশোররা আনন্দের জোয়ারে ভাসছে।
আমুয়া সর্বজনিন মন্দিরের সভাপতি ও ৪ নং ওর্য়াড আওয়ামীলীগের সাধারণ সম্পাদকা বাবু সঞ্জায় রায় বলেন, স্বাস্থ্য বিধি মেনে আমাদের এই ঐতিহ্যবাহী পূজামন্ডব এইবারও অন্য সাজে সাজিয়ে মাকে পুজাঁ দিচ্ছি। সকল দলমত ভুলে আমরা এই আনন্দ দিতে পেরে আমরা আনন্দিত। দেশে সকল মহামারি ও সকল বিপদ মুক্ত কামনায় দোয়া প্রার্থনা করা হয়েছে।
পুজা কমিটির সাধারণ সম্পাদক বাবু তপন কর্মকার বলেন, আমরা অনেক ব্যয়ের মাধ্যমে এই সার্বজনিন পুজামন্ড প্রতিমা কে নতুন সাজে সাজিয়ে সকল মানুষকে অনন্দের ব্যবস্থা নেয়ার চেস্টা করছি। পুজামন্ডব সম্পর্কে কাঠালিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. এমাদুল হক মনির বলেন, কাঠালিয়া উপজেলার ৫৪ টি পুজামন্ডব পরিদর্শন করেছি। সব কটা পুর্জামন্ডের স্বাস্থ্যবিধি মেনে পরিচালনা করার জন্য নির্দেশ দেয়া হয়েছে।
এইচকেআর