ঢাকা শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫

Motobad news
শিরোনাম
  • জুলাই সনদ স্বাক্ষরের মাধ্যমে নতুন বাংলাদেশের সূচনা: ড. ইউনূস সংসদ ভবন এলাকায় সংঘর্ষ থেমেছে, অবস্থান নিয়েছে সেনাবাহিনী জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে জুলাই সনদে পরিবর্তন আনা হয়েছে জুলাই সনদে স্বাক্ষর করলেন প্রধান উপদেষ্টা ও রাজনীতিবিদরা বরিশালে বর্ণাঢ্য আয়োজনে কালবেলা’র তৃতীয় বর্ষপূর্তি উদযাপন এইচএসসি পরীক্ষায় ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা বরিশ‍ালে ১২ কলেজে পাস করেনি কোন পরীক্ষার্থী আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সঙ্গে যোগ দিয়েছে নৌবাহিনী হাসপাতালে মায়ের জন্য ভাত নিয়ে যাওয়ার পথে প্রাণ গেল কলেজ ছ‍াত্রের  সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে ইউএনওদের প্রশিক্ষণ শুরু ২০ অক্টোবর
  • দ্বিতীয় সেশনেও বাংলাদেশের আধিপত্য

    দ্বিতীয় সেশনেও বাংলাদেশের আধিপত্য
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রথম সেশনের পর দ্বিতীয় সেশনটিও নিজেদের করে নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ভালো সংগ্রহের দিকে এগিয়ে যাচ্ছে সফরকারীরা। চা বিরতির আগে ২ উইকেটের বিনিময়ে তাদের সংগ্রহ দাঁড়িয়েছে ২০০ রান।

    প্রথম সেশনে ২৭ ওভারে ১ উইকেট হারিয়ে তারা সংগ্রহ করে ১০৬ রান। দ্বিতীয় সেশনেও হারায় একটি উইকেট। ২৬ ওভারে এই সেশনে সংগ্রহ ৯৪।

    তামিম ইকবালের ব্যাটেই শুরুর বিপদ উতরে গিয়েছিল বাংলাদেশ। ধীরে ধীরে তিনি এগিয়ে যাচ্ছিলেন সেঞ্চুরির দিকে। কিন্তু ৯০ রানেই হঠাৎ মনোযোগ হারিয়ে বসেন। লাঞ্চের পর বিশ্ব ফার্নান্দোর বলে খোঁচা মেরে স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন ৯০ রানে। তামিমের বিদায়ের পর জুটি গড়ে খেলছেন অধিনায়ক মুমিনুল ও নাজমুল। ক্রিজে মুমিনুল ব্যাট করছেন ২১ রানে ও নাজমুল ৭৮ রানে।

    তামিমের ১০১ বলের ইনিংসে ছিল ১৫টি চার! অথচ ২৩ ওভারে ধনাঞ্জয়ার বলে জীবন পেয়েছিলেন তিনি। এবার অবশ্য ভাগ্য সহায় ছিল না।

    তবে লাঞ্চ বিরতির পর আরও পোক্ত হওয়ার পথে ছিল তামিম ইকবাল ও নাজমুল শান্তর জুটি। কিন্তু তামিমের বিদায়ে ভাঙে ১৪৪ রানের বড় এই জুটি।

    পাল্লেকেলেতে টস জিতে ব্যাটিং নিয়ে শুরুতে ৮ রানে ওপেনার সাইফ হাসানকে হারিয়ে বিপদে পড়েছিল বাংলাদেশ দল। বিশ্ব ফার্নান্দোর বলে পুরোপুরি পরাস্ত হন ডানহাতি এই ব্যাটসম্যান। এলবিডাব্লিউ হয়ে বিদায় নেন রানের খাতা খোলবার আগেই। যদিও শুরুতে আম্পায়ার নটআউট দিয়েছিলেন। পরে রিভিউ নেওয়াতেই সাফল্য মেলে শ্রীলঙ্কার।

    সেখান থেকে তামিম ইকবাল তরুণ ব্যাটসম্যান নাজমুল হোসেনকে সঙ্গে নিয়েই দলের বিপর্যয় সামাল দিয়েছেন। এ দু’জনের ব্যাটে ভর করে প্রথম সেশনটা নিজেদের করে নেয় সফরকারীরা। তামিম শুরু থেকে আক্রমণাত্মক মেজাজে খেলেছেন। অন্যদিকে নাজমুল শুরুতে অস্বস্তিতে ভুগলেও ধীরে ধীরে সেটিও কেটে গেছে। পরে পুরো টেস্ট মেজাজেই খেলতে থাকেন তরুণ এই ব্যাটসম্যান। পার করে ফেলেছেন নিজের আগের ক্যারিয়ার সেরা ইনিংসকেও।


    /ইই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ