কঠোর লকডাউনের আটদিনে বরিশালে ১৪৪৬ মামলা
9.jpg)

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সর্বাত্মক কঠোর লকডাউন বাস্তবায়নে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্য বিধিনিষেধ প্রতিপালনে কঠোর অবস্থানে রয়েছে বরিশাল বিভাগীয় প্রশাসন।
গোটা বিভাগ জুড়েই জেলা ও উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা লকডাউন বাস্তবায়ন করার লক্ষ্যে কঠোর ভূমিকা পালন করছে।
লকডাউনের সময় জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি এবং বাজার মনিটরিংসহ রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে।
বরিশাল বিভাগের ৬ জেলায় চলতি মাসের ১৬ -২২ এপ্রিল পর্যন্ত ৩৩৮টি ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১ হাজার ৪৪৬টি মামলায় ১১ লাখ ৩০ হাজার ১৩০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এছাড়াও অভিযান চলাকালে সকলকে স্বাস্থ্যবিধি পালনের জন্য সচেতনতা লিফলেট এবং মাস্ক বিতরণের পাশাপাশি বাজারে আগত লোকদের মাস্ক ব্যবহারে উৎসাহিতকরণ, সামাজিক দূরত্ব বজায় রেখে চলাফেরা, জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়া, মাস্ক ব্যতীত কেউ যাতে কোন প্রকার সেবা না পায় সেটি নিশ্চিত করা এবং দ্রব্যমূল্য বৃদ্ধি না করার জন্য বিভিন্ন দোকান মালিক ও ব্যবসায়ীদের নির্দেশনা প্রদান করা হয়।
এ সময় স্বাস্থ্যবিধি ভঙ্গ ও সরকারি আদেশ না মানায় দণ্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা করা হয় ৷
বরিশাল জেলায় ৭২টি মোবাইল কোর্টে ২৮৭টি মামলায় ২ লাখ ৭৯ হাজার ২৫০ টাকা জরিমানা, ঝালকাঠিতে ৬১টি মোবাইল কোর্টে ২৭৭টি মামলায় ২ লাখ ৪৭ হাজার ৭০০ টাকা জরিমানা, পটুয়াখালীতে ৭৬টি মোবাইল কোর্টে ৩৯৯টি মামলায় ২ লাখ ৯০ হাজার ৫৩০ টাকা জরিমানা, পিরোজপুরে ৩৫টি মোবাইল কোর্টে ১২৮টি মামলায় ২৮ হাজার ৪০০ টাকা জরিমানা, বরগুনায় ৩৫টি মোবাইল কোর্টে ৭৬টি মামলায় ৩৯ হাজার ৮০০ টাকা জরিমানা ও ভোলায় ৫৯টি মোবাইল কোর্টে ২৭৯টি মামলায় ২ লাখ ৪৪ হাজার ৪৫০ টাকা জরিমানা করা হয়েছে।
শুক্রবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় বরিশাল বিভাগীয় কমিশনার কার্যালয়ের সহকারী কমিশনার শেখ মো. আলাউল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
বরিশালের বিভাগীয় কমিশনার মো. সাইফুল হাসান বাদল জানান, কোভিড ১৯ এর বিস্তার রোধে সরকার ঘোষিত সর্বাত্মক লকডাউন বরিশাল বিভাগে কঠোরভাবে বাস্তবায়ন করে আসছে প্রশাসন। স্বাস্থ্য-সুরক্ষা বিধি, সামাজিক দূরত্ব নিশ্চিত, মাস্ক ব্যবহারে উৎসাহিতকরণসহ সরকারি নির্দেশনা প্রতিপালনে নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের পাশাপাশি চালানো হয়েছে গণসচেতনতামূলক প্রচারাভিযান।
করোনা প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিত, মাস্ক পরাসহ ঘরে থাকার কোন বিকল্প নেই বলেও মনে করেন এই বিভাগীয় কমিশনার।
টিএইচএ/
