মঠবাড়িয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিতরণ:২ হোটেল মালিককে জরিমানা


পিরোজপুরের মঠবাড়িয়া পৌর শহরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিতরণের দায়ে দুটি হোটেল মালিকে সাড়ে আট হাজার টাকা জরিমানা করেছে পিরোজপুর ভোক্তা অধিকার দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাশীষ রায়।
জানা গেছে, মঠবাড়িয়া পৌর শহরের কেএম লতীফ সুপার মার্কেটের আফজাল হোটেল ও চাইনিজ রেস্তোরা ক্যাফে আড্ডা দির্ঘ্যদিন ধরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরী ও পরিবেশন করে আসছেন।
এমন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে ওই দুটি হোটেলে অভিযান চালায় ভোক্তা অধিকার দপ্তর। এসময় আফজাল হোটেল মালিককে দেড় হাজার ও চাইনিজ রেস্তোরা ক্যাফে আড্ডা মালিককে সাত হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রে। উপজেলা সেনেটারী কর্মকর্তা মো. কবির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরও বলেন, এর আগেও একাধিক বার আফজাল হোটের মালিককে বড় ধরনের জমিমানাও করা হয়েছে।
পিরোজপুর ভোক্তা অধিকার দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাশীষ রায় বলেন, যেখানে ভোক্তা অধিকার হরণ হবে, সেখানেই ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হবে।
এইচকেআর
