ঢাকা বুধবার, ২৭ অগাস্ট ২০২৫

Motobad news

ইন্দুরকানীতে নব নির্বাচিত চেয়ারম্যান সড়কে করলেন সভা

ইন্দুরকানীতে নব নির্বাচিত চেয়ারম্যান সড়কে করলেন সভা
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

ইন্দুরকানীতে চেয়ারম্যান কার্যালয় পরজিত প্রার্থী তালা মারায় অফিসের সামনেই প্রথম সভা করেছেন নব নির্বাচিত চেয়ারম্যান। বৃহস্পতিবার বিকালে উপজেলার ২ নং পত্তাশী ইউনিয়ন পরিষদের কার্যালয়ের সামনের সড়কে চেয়ার পেতে  এ সভা করেন চেয়ারম্যান শাহীন হাওলাদার।  এর আগে গতকাল বিকালে নব নির্বাচিত চেয়ারম্যান পরিষদের সদস্যদের  নিয়ে প্রথম সভা ডাকেন ।

 এ খবর জানতে পেরে পরাজিত আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী হাওলাদার মোয়াজ্জেম হোসেন চেয়ারম্যান কার্যালয় তালা ঝুলিয়ে দেয়। পত্তাশী ইউনিয়ন পরিষদের সচীব মতিউর রহমান কাইউম জানান,  চেয়ারম্যান কার্যালয়টি ভাড়া ঘরে চলছিল । সাবেক চেয়ারম্যান হাওলাদার মোয়াজ্জেম হোসেন কার্যালয়টিতে তালা মেরে রাখায় প্রথম সভার কার্যক্রমে বাধার সৃষ্টি হয়েছে। পরে অফিসের সামনের রাস্তায়ই নবর্নিবাচিত সদস্যদের নিয়ে চেয়ারম্যান শাহীন হাওলাদার প্রথম সভা করেন।

চেয়ারম্যান শাহীন হাওলাদার  বলেন, নির্বাচিত হয়ে পরিষদ কার্যালয় প্রথম সভা করতে এসে দেখি সাবেক চেয়ারম্যান পরিষদের কার্যালয় তালা ঝুলিয়ে রেখেছে। তাই বাধ্য হয়ে অফিসের সামনের রাস্তায় নবনির্বচিত সদস্যদের নিয়ে প্রথম সভা করলাম। পরাজিত চেয়ারম্যান প্রার্থী হাওলাদার মোয়াজ্জেম হোসেন জানান, ভাড়া ঘরে চেয়ারম্যান কার্যালয় ছিল, নির্বাচনে তফসিল ঘোষণার পর মালিক কে ঘর ছেড়ে দিয়েছি। আমি কার্যালয় তালা মেরে রাখি নাই। তবে তিনি আরও বলেন,আমি এখন চার্জ বুজিয়ে দেয়নি দু একদিনের মধ্যে বুঝিয়ে দিব।

 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন