ঢাকা বুধবার, ২৭ অগাস্ট ২০২৫

Motobad news

নেছারাবাদে গাড়ী চাপায় শিক্ষার্থী নিহত

নেছারাবাদে গাড়ী চাপায় শিক্ষার্থী নিহত
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

পিরোজপুরে নেছারাবাদে দ্রুতগামী ব্যাটারী চালিত অটো গাড়ীর চাপায় স্পৃষ্ট হয়ে এক শিক্ষার্থী নিহত হয়েছে। নিহত মাইসা আক্তার (৯)আকলম মুসলিম প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্রী ও মাইসা স্বরূপকাঠি পৌরসভার ৫নং ওয়ার্ডের ফকির বাড়ীর মিজান ফকিরের কন্যা।

শনিবার (১১ ডিসেম্বর) সকালে নেছারাবাদ আটঘর কুড়িয়ানা সড়কে বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবির মোহাম্মদ হোসাইন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাস্তাপাড়াপাড়ের সময় এক বেপোরোয়া গাড়ীর চাপায় স্পৃষ্ট হওয়ার পরে তাকে উদ্ধার করে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবির মোহাম্মদ হোসাইন জানান, ঘাতক ব্যাটারী চালিত অটো গাড়ী চালক মো: ইয়াছিন (২২) পলাতক রয়েছে। গাড়ী এবং চালককে আটকের চেষ্টা চলছে। নিহতের পরিবারের পক্ষে মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে।

 

 

 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন