ঢাকা বুধবার, ২৭ অগাস্ট ২০২৫

Motobad news

খেলার ছলে গলায় ফাঁস পড়ে শিশুর মৃত্যু

খেলার ছলে গলায় ফাঁস পড়ে শিশুর মৃত্যু
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

নেছারাবাদে খেলার ছলে সেলিনা আক্তার বৃষ্টি নামে সাত বছরের এক কন্যা শিশু মারা গেছে।  মঙ্গলবার (১৪ডিসেম্বর) দুপুরে উপজেলার স্বরূপকাঠি পৌরসভার ৩নং ওয়ার্ডে জগন্নাথকাঠি গ্রাম এ ঘটনা ঘটে। বৃৃৃষ্টি ওই গ্রামের সেলিম হোসেনের একমাত্র মেয়ে। মেয়েটি  ওই গ্রামের ২৩নং পূর্ব জগন্নাথকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেনীর ছাত্রী।


নিহত শিশুর মা জেসমিন বেগম বলেন, মঙ্গলবার দুপুরে তার মেয়েকে গোসল করিয়ে বাসায় রেখে নিজে পুকুরে গোসলে যান। বৃষ্টি ঘরে বসে খেলা করছিল। পরে বাসায় এসে বৃষ্টিকে দুপুরের খাবার খাওয়ানোর জন্য ডাকেন। তার ডাকে সাড়া না পেয়ে ঘরের দোতলায় গিয়ে খোঁজেন। এসময় দেখতে পান মেয়ের খেলার জন্য কেনা ছোট শাড়ি পেচানো অবস্থায় টবে বৃষ্টি জুলে আছে। তার ডাক চিৎকারে স্বজনরা ছুটে এসে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে দেখে মৃত ঘোষণা করেন। পুলিশ খবর পেয়ে ছুটে এসে শিশুটির লাশ উদ্ধার করে ।


নেছারাবাদ উপজেলা হাসপাতালের ডাক্তার ফাতেমাতুন জান্নাত ফারহা বলেন, বৃষ্টির পরীক্ষা-নিরীক্ষা করে বুজতে পারি তাকে হাসপাতালে আনার পূর্বেই সে  মারা যায় ।

 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন