মঠবাড়িয়ায় বিজয় দিবসে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা


পিরোজপুরের মঠবাড়িয়ায় মহান বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে উপজেলা প্রশাসন।
সকালে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বশির আহম্মেদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি স্থানীয় সাংসদ ডা. রুস্তম আলী ফরাজি, পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ, মঠবাড়িয়া উপজেলা চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিন আহম্মেদ, সহকারি কমিশনার (ভূমি) সাকাওয়াত জামিল সৈকত, ওসি মুহা. নূরুল ইসলাম বাদল, আ‘লীগ সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর, মুক্তিযোদ্ধা কমান্ডার বাচ্চু আকন, আ‘লীগ সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এমাদুল হক খান, আরিফ উল হক, বীর মুক্তিযোদ্ধা শাহাদাৎ হোসেন রাজা, রফিকুল ইসলাম জালাল প্রমুখ।
এমবি
