ঢাকা বুধবার, ২৭ অগাস্ট ২০২৫

Motobad news

ভান্ডারিয়ায় মহান বিজয় দিবস উদযাপন

ভান্ডারিয়ায় মহান বিজয় দিবস উদযাপন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


পিরোজপুরের ভান্ডারিয়ায়  উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন এর যৌথ উদ্যোগে ব্যাপক আনন্দ-উৎসবের মধ্য দিয়ে মহান বিজয়ের সুবর্ণ জয়ন্তী এবং মুজিব শতবর্ষ উপলক্ষে শপথ বাক্য পাঠ অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার  সকালে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৫০বার তোপধ্বণীর মাধ্যমে দিবসের শুরু হয়। পরে পর্যায়ক্রমে উপজেলা প্রশাসন, জেলা পরিষদ চেয়ারম্যান মো. মহিউদ্দিন মহারাজ, উপজেলা পরিষদ, আওয়ামীলীগ , জাতীয় পার্টি জেপি, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতিশ্রদ্ধা জানিয়ে শহীদ বেদিতে পুষ্পস্তাবক অর্পণ করেন। পরে স্থানীয় বিহারী লাল মিত্র মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক সীমারানী ধর এর সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম মহান বিজয় দিবসের অনুষ্ঠানের উদ্বোধন করেন। সেখানে কুচকাওয়াচ ও শরীর চর্চা প্রদর্শন, মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা,  ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সহকারী কমিশনার ভূমি রুমানা আফরোজ, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মশিউর রহমান মৃধা, আসমা আক্তার, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ফায়জুর রশিদ খসরু, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার খান এনায়েত করিম, যুদ্ধকালিন মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ আজিজ সিকদার প্রমূখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জহিরুল আলম ,শিক্ষক শফিকুল ইসলাম আযাদ।

এদিকে পৃথকভাবে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে মজিদা বেগম মহিলা বিশ্ববিদ্যালয় কলেজে আলোচনা সভায় ভার্চুয়ল পদ্ধতিতে ঢাকা থেকে অংশনেন কলেজের প্রতিষ্ঠাতা জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ে মা. আবু জাফরের সভাপতিত্বে বক্তব্য রাখেন জাতীয় পার্টি-জেপির ভাÐারিয়া উপজেলা সিনিয়র যুগ্ম আহবায়ক ও পৌর কাউন্সিলর মো. গোলাম সরওয়ার  জোমাদ্দার সক অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দ।


এসএম
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন