মঠবাড়িয়ায় ওয়ালটনের উদ্যোগে বিজয় র্যালী


পিরোজপুরের মঠবাড়িয়ায় মহান বিজয় দিবস উপলক্ষে ওয়ালটন এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর আর এম ইলেকট্রনিক্সের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিজয় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে সামাজিক দূরত্ব বজায় রেখে মাস্ক পরিধান করে জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। পরে কেএম লতীফ সুপার মার্কেট থেকে একটি বর্ণাঢ্য বিজয় র্যালী পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালী শেষে সরকারী কলেজ চত্বরে বৃক্ষরোপন কর্মসূচি পালিত হয়। এছাড়া শহরের বিভিন্ন সড়কে পরিষ্কার পরিছন্নতা করা হয়। অপরদিকে সরকারী হাতেম আলী বালিকা বিদ্যালয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়। দুপুরে ৬জন বীর মুক্তিযোদ্ধাদের উত্তরীয় পরিয়ে সম্মাননা জানানো হয়। এসময় ইউসুফ জমাদ্দার নামের এক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাকে একটি হুইল চেয়ার সহ সকল মুক্তিযোদ্ধাদের পরুষ্কৃত করা হয়। এছাড়া অসহায় দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়। এসকল কর্মসূচিতে ওয়ালটনের এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর আর এম ইলেকট্রনিক্সের প্রোপাইটর মো. খলিলুর রহমান, ওয়ালটনের টেরিটরী সেলর্স ম্যানেজার আসিফ আহমেদ, সমাজে সেবক খায়রুল ইসলাম কামাল প্রমুখ।
এসএম
