ইন্দুরকানীতে ১১৫ জন মুক্তিযোদ্ধাকে সংবর্ধণা

পিরোজপুরের ইন্দুরকানীতে উপজেলা প্রশাসানের আয়োজনে ১১৫ জন মুক্তিযোদ্ধাদের সংবম্বর্ধণা দেয়া হয়েছে।
বিজয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে বৃহস্পতিবার উপজেলা পরিষদ মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা লুৎফুন্নেসা খানমের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এম,মতিউর রহমান, ওসি মোঃ হুমায়ুন কবির, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ লতিফ হাওলাদার, মোঃ বেলায়েত হোসেন হাওলাদার, মোশাররফ হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মোশেদুল হক, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সেলিম হাওলদার, সাবেক সাধারণ সম্পাদক মৃধা মুনিরুজ্জামান, উপজেলা জেপির সদস্য সচিব ও ইউপি চেয়ারম্যান শাহীন হাওলাদার, আওয়ামীলীগ নেতা আঃ আজিজ হাওলাদার প্রমুখ।
মুক্তিযোদ্ধাদের ফুল ও পুরস্কার দিয়ে সংবর্ধিত করা হয়।
এসএম