মঠবাড়িয়ায় লায়ন্স ক্লাবের ফ্রি- চক্ষু শিবির ক্যাম্প

বিজয় দিবস উপলক্ষে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল জেলা-৩১৫ বি-৩ বাংলাদেশ, লায়ন্স ক্লাব অব ঢাকা বন্ধন ও ক্যাপিটাল গার্ডেন এর সহযোগিতায় পিরোজপুরের মঠবাড়িয়ায় বায়জিদ আহম্মেদ খান হাসপাতালের উদ্যোগে দুইদিন ব্যাপী ফ্রি চক্ষু শিবির ক্যাম্প অনুষ্ঠিত হয়।
বৃহস্পতি ও শুক্রবার দুই দিনে দুই সহ¯্রাধিক বিভিন্ন বয়সী নারী পুরুষকে ব্যবস্থাপত্র দেয়ার পাশাপশি বিনা মূল্যে ঔষধ দেয় হয়েছে। এছাড়া বাছাই করে জটিল রোগীদের বিনা মূল্যে চেখের ছানি অপারেশরেরও ব্যবস্থা করেন।
এতে উপস্থিত ছিলেন, লায়ন্স ক্লাব অব ঢাকা বন্ধন ও ক্যাপিটাল গার্ডেন এর দ্বিতীয় ভাইস ডিষ্টিক্ট গভর্নর ফারহানা নাজ সুদা, লায়ন্স ক্লাব অব ঢাকা বন্ধন‘র সভাপতি ও নূরজাহান খলিলুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. খলিলুর রহমান, উপদেষ্টা জাফর উল্লাহ খান, জেলা গভর্নর পেরদৌস হাসান বাণী, লায়ন মামুনুল ইসলাম, বায়জিদ আহম্মেদ খান হাসপাতালের স্বত্তাধিকারী মনির হোসেন খান প্রমূখ।
এইচকেআর