ইন্দুরকানীতে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ছাত্রলীগের আলোচনা সভা

মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ইন্দুরকানী উপজেলার ৩ নং বালিপাড়া ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় বালিপাড়া ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্দুরকানী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট এম মতিউর রহমান ।
বালিপাড়া ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ন-আহবায়ক রাহাত খান রাজুর সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন ৩ নং বালিপাড়া ইউনিয়ন আ.লী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো: কবির হোসেন বয়াতী, চন্ডিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান স্বপন মাঝি, বালিপাড়া ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মোঃ ইয়াকুব আলী হাওলাদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান ছগির, সাধারণ সম্পাদক ইসরাফিল খান নেওয়াজ, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক এসএম মনিরুজ্জামান মনির, স্থানীয় আওয়ামী লীগ নেতা মোঃ কবির হোসেন, ছাত্রলীগ নেতা অনিক,জিসান প্রমুখ।
আলোচনা সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, একটি উন্নয়নশীল, সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যায় নিয়ে ১৬ ডিসেম্বর স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে মাননীয প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের কে শপথ বাক্য পাঠ করান। দেশের কয়েক কোটি মানুষ সেই শপথে অংশ নেন। শেখ হাসিনার হাতে থাকলে দেশ, এগিয়ে যাবে বাংলাদেশ। তাই বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়িত করতে মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার অঙ্গীকার নিয়ে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
পরে আলোচনা সভা শেষে রাতে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসএম