ঢাকা সোমবার, ১০ নভেম্বর ২০২৫

Motobad news

ইন্দুরকানী ভ্যানের চাকায় পৃষ্ট হয়ে শিশু নিহত

ইন্দুরকানী ভ্যানের চাকায় পৃষ্ট হয়ে শিশু নিহত
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


পিরোজপুরের ইন্দুরকানীতে ভ্যানের চাকায় পৃষ্ট হয়ে মুনিয়া (৮) নামের এক শিশুর  নিহত হয়েছে। রোববার  দুপুরে  উপজেলার চন্ডিপুর ইউনিয়নের ৫নং চন্ডিপুর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

 জানা যায়, মুনিয়া রাস্তায় বাচ্চাদের সাথে খেলতে ছিল এ সময় রাস্তা দিয়ে গরু আসতে দেখে মুনিয়া দৌড়ে রাস্তা পার হতে যায় এসময় বিপরীত দিক থেকে  আসা একটি ব্যাটারী চালিত ভ্যানের সামনের চাকায় ধাক্কা লেগে মাটিতে পরে যায় এবং পিছনের একটি চাকা মুনিয়ার গলার উপর দিয়ে চলে যাওয়ায়  ঘটনাস্থলেই মুনিরা মারা যায়।  পরে স্থানীয় পল্লিচিকিৎসকের কাছে নিয়ে গেলে তারা মৃত্যু নিশ্চিত করেন।  ইন্দুরকানী থানা পুলিশ খবর পেয়ে নিহত স্কুল ছাত্রীর লাশ থানায় নিয়ে আসে এবং ঘাতক ভ্যানচালক জাকারিয়া সহ ভ্যান আটক করে। 

মুনিয়া উত্তর চন্ডিপুর গ্রামের মনির হোসেনের মেয়ে এবং উত্তর চন্ডিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ১ম শ্রেনীর ছাত্রী। স্থানীয় ইউপি সদস্য শহিদুল ইসলাম জানান, চন্ডিপুর  চৌমুহনী -   উত্তর কলারণ সড়কে মুনিয়া রাস্তা পার হওয়ার সময় একটি ইঞ্জিনচালিত ভ্যান চাপা দিলে ঘটনাস্থলেই মুনিয়ার মৃত্যু হয়। ইন্দুরকানী থানার ওসি (তদন্ত) মোঃ শামীম আহম্মেদ জানান, ইঞ্জিন চালিত ভ্যানের চাপায় শিশুটি মারা গেছে। ঘাতক ভ্যান চালককে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
 


এসএম
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন