ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

Motobad news

ভারত থেকে আমদানি করা হলো ১০১ মে.টন বিস্ফোরক দ্রব্য

ভারত থেকে আমদানি করা হলো ১০১ মে.টন বিস্ফোরক দ্রব্য
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানি করা ১০১ মেট্রিক টন বিস্ফোরক দ্রব্য খালাস দেয়া হয়েছে মংগলবার রাতে। মেসার্স ট্রাস্ট ট্রেড লিমিটেড’ নামে একটি প্রতিষ্ঠান ১১টি ভারতীয় ট্রাকে করে এই বিস্ফোরক দ্রব্য আমদানি করে।

বন্দর ও কাস্টমসের সকল আনুষ্ঠানিকতা শেষে বিস্ফোরক দ্রব্যের চালানটি বেনাপোল বন্দর থেকে চট্টগ্রামে বাপেক্সের নিজস্ব গোডাউনের উদ্দেশে পাঠানো হয়।

ভারতের পেট্রাপোল স্থলবন্দর দিয়ে ১১টি ভারতীয় ট্রাকে এ বিস্ফোরক দ্রব্যের চালান বেনাপোল বন্দরের ৩১ নম্বর ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে প্রবেশ করে। পণ্য চালানটি খালাসের জন্য কাগজপত্র বন্দর ও কাস্টমসে দাখিল করেছেন মেসার্স ওয়েলকে নামের এক সিঅ্যান্ডএফ এজেন্ট।

মেসার্স ওয়েলকে সিঅ্যান্ডএফ এজেন্টের স্বত্বাধিকারী আসাদুজ্জামান বলেন, ভারত থেকে আমদানি করা বিস্ফোরক দ্রব্যের চালান কাস্টমস কর্তৃক সব প্রসিডিউর শেষ করা হয়েছে।

আমদানিকারক মেসার্স ট্রাস্ট ট্রেড লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর কামরুজ্জামান সোহেল বলেন, চট্টগ্রাম অঞ্চলে তেল-গ্যাস খনন কাজের প্রস্তুতির জন্য ভারত থেকে এসব বিস্ফোরক দ্রব্য আমদানি করা হয়েছে। কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষ হওয়ায় বিস্ফোরক দ্রব্য বাংলাদেশি ১৭টি ট্রাকে করে বেনাপোল বন্দর থেকে বিশেষ নিরাপত্তার মধ্য দিয়ে চট্টগ্রাম বাপেক্সের নিজস্ব গোডাউনে নিয়ে যাওয়া হচ্ছে।

বেনাপোল স্থলবন্দর পরিচালক (ট্রাফিক) মো: মনিরুজ্জামান বলেন, অপ্রীতিকর ঘটনা এড়াতে বন্দর এলাকায় প্রশাসনিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। এছাড়া দ্রুত যাতে পণ্য খালাস নিতে পারেন সে জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়।

 


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন