ঢাকা বুধবার, ২৭ অগাস্ট ২০২৫

Motobad news

ভান্ডারিয়ায় সড়কে প্রাণ গেল মোটরসাইকেল চালকের

ভান্ডারিয়ায় সড়কে প্রাণ গেল মোটরসাইকেল চালকের
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

পিরোজপুরের ভান্ডারিয়া-মঠবাড়ীয়া সড়কের মার্দাসি বাজার সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার সকালে দু’টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো.হেলাল হাওলাদার (২৫), নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। সে উপজেলার ৪নম্বর ইকড়ি ইউনিয়নের পশ্চিম পশারীবুনিয়া  গ্রামের মো. শামসুল হক হাওলাদার এর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, হেলাল হালাওলাদার বৃহস্পতিবার সকালে তার ব্যক্তিগত মোটসাইকেল নিয়ে ইকড়ি থেকে ভান্ডারিয়া যাচ্ছিল এসময় বিপরীত দিক থেকে বেপারোয়া গতিতে আসা একটি যাত্রীবাহী মাহেন্দ্রকে সাইড দিতে গিয়ে সে নিয়ন্ত্রণ হারিয়ে অপর একটি মোটর সাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনা স্থলেই মারা যায় হেলাল।  

ভান্ডারিয়া থানা পুলিশরে উপ-পরিদর্শক (এস.আই) বজলুর রহমান জানান, সড়কে নিহত হেলালের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ভান্ডারিয়া থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন