ভান্ডারিয়ায় আধুনিক হরিনপালা ডাক বাংলোর উদ্বোধন


পিরোজপুরের ভান্ডারিয়ায় শনিবার দুপুরে উপজেলার তেলিখালী ইউনিয়নের হরিনপালায় পিরোজপুর জেলা পরিষদের মালিকানাধীন আধুনিক চারতলা বিশিষ্ট ডাক বাংলোর শুভ উদ্বোধনী করা হয়। অনুষ্ঠানের উদ্ধোধক ছিলেন পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান এবং পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মহিউদ্দিন মহারাজ।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রেবেকা খান এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মো.সাজ্জাদ হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পিরোজপুর পুলিশ সুপার মো. সাইদুর রহমান (পিপিএম সেবা)।
এছাড়াও বক্তব্য রাখেন, এন এস আই যুগ্ম পরিচালক পিরোজপুর আব্দুল কাদের , অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) চৌধুরী রওশন ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন ছাড়াও জেলার বিভিন্ন পৌর সভার মেয়র ,উপজেলা চেয়ারম্যান, উপজেলা ভাইস চেয়ারম্যান। এর পূর্বে ফিতা কেটে ডাক বাংলোর উদ্বোধন করেন অতিথিবৃন্দ। পরে মধ্যাহ্ন ভোজ শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যায় আমন্ত্রীত অতিথিবৃন্দ ছাড়াও বিভাগ, জেলা,উপজেলার বিভিন্ন স্তরের মানুষ এ মনোমুগ্ধকর অনুষ্ঠান উপভোগ করেন।
উদ্বোধনী সভায় পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মো.সাজ্জাদ হোসেন বলেন, এই অজোপাড়াগাঁয়ে সুন্দরবন সন্নিহিত এলাকার কচাঁ নদীর তীরবর্তী স্থানে একটি নান্দনিক ডাক বাংলো দুর দুরান্ত থেকে আসা বিভিন্ন পর্যায়ের অতিথিবৃন্দদের জন্য মনোরম পরিবেশে একটি মনোমুগ্ধগর অবসর সময় কাটানোর দৃষ্টান্ত মূলক স্থান।
সিলেট,বাগেরহাট, কুয়াকাটার পরে পিরোজপুরের ভান্ডারিয়ায় ইতিহাস এবং ঐতিহ্যপূর্ণ উপজেলায় এমন একটি সুন্দর স্থানে ডাক বাংলো নির্মানের জন্য পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান বিনা মূল্যে জমি দান করায় তার প্রতি আন্তরিক অভিনন্দনের পাশা পাশি আধুনিক পিরোজপুর বিণির্মানে তার ঐকান্তিক প্রচেষ্টার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এইচকেআর
