পিরোজপুর প্রেসক্লাবের বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত


পিরোজপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারন সভা ও নির্বাচন প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় এডহক কমিটির আহবায়ক গৌতম চৌধুরীর সভাপতিত্বে সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
শনিবার (২৫ ডিসেম্বর) সকালে সাধারণ সভা শেষে দুপুর ২ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহন শেষে নির্বাচিতদের নিয়ে সন্ধ্যায় কমিটির ঘোষনা দেন নির্বাচন কমিশনার পিরোজপুরের জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. নাহিদ ভুঞা।
এছাড়াও দু’জন বিনা প্রতিদন্দ্বিতায় সহ-সভাপতি হয়েছেন ইমাম হোসেন মাসুদ (খবর পত্র ও বাংলা টিভি) ও খেলাফত হোসেন খসরু (পিরোজপুরের কথা), ৩৩ ভোট পেয়ে সহ সাধারন সম্পাদক জিয়াউল হক (সময় টেলিভিশন), বিনা প্রতিদন্দ্বিতায় কোষাধ্যক্ষ হাসিবুল ইসলাম হাসান (বিডিনিউজ ২৪ডটকম), বিনা প্রতিদন্দ্বিতায় সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক দিপঙ্কর মাতা মিন্টু (পিরোজপুর কন্ঠ), বিনা প্রতিদন্দ্বিতায় ক্রীড়া সম্পাদক মো. রেজওয়ান ইসলাম সাজন (সাপ্তাহিক বলেশ্বর), বিনা প্রতিদন্দ্বিতায় তথ্য প্রযুক্তি ও প্রকাশনা সম্পাদক শেখ আবু মোহাম্মদ জুবায়ের জনি (পিরোজপুরের বানী), বিনা প্রতিদন্দ্বিতায় দপ্তর ও পরিসম্পদ সম্পাদক- তামিম সরদার (ইনডিপেনডেন্ট টিভি)।
এছাড়াও নির্বাহী কমিটির ৯ জন সদস্য হলেন, মাহমুদ হোসেন-৩১ ভোট (বাংলাদেশ বেতার), মাহামুদুর রহমান মাসুদ-৩৮ ভোট (মানবজমিন), খালিদ আবু- ৩৫ ভোট (আমাদের সময়) এম এ রব্বানী ফিরোজ-৩৪ ভোট (দৈনিক খবর), কে এম মোস্তাফিজুর রহমান বিপ্লব-৩১ ভোট (গ্রামের সমাজ), কবির হোসাইন-৩১ ভোট (দীপ্ত টিভি), অভিজিৎ মন্ডল- ২৭ ভোট (৭১ টিভি), হাসান মামুন- ২৬ ভোট (আলোকিত বাংলাদেশ) জহিরুল হক টিটু- ২৪ ভোট (যায়যায় দিন) পেয়ে নির্বাচিত হয়েছেন।
এইচকেআর
