ঢাকা বুধবার, ২৭ অগাস্ট ২০২৫

Motobad news

মঠবাড়িয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে কম্বল বিতরণ

মঠবাড়িয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে কম্বল বিতরণ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার ১১ টি ইউনিয়নে ৪ হাজার ৬‘শ ২০ টি কম্বল বিতরণ করা হয়েছে। রোববার সকালে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার প্রতিটি ইউনিয়নের জন্য ৪ শত ২০টি করে কম্বল বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন, প্রকল্প বাস্তবায়ন অফিস সহকারি মো. সেলিম মিয়া, সাংবাদিক আবদুস সালাম আজাদী, জুলফিকার আমীন সোহেল, প্রকল্প বাস্তবায়ন অফিস সহায়ক মো. শহীদ মিয়া প্রমূখ।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার জানান, মাননীয় প্রধানমন্ত্রী শীত কালীন সময় দেশের দেশের সল্প আয় ও দুস্থ মানুষের কিছুটা শীত নিবারনের জন্য সারা দেশে তার কার্যালয় থেকে কম্বল দিচ্ছেন। তারই অংশ হিসেবে মঠবাড়িয়া উপজেলা মোট ৪ হাজার ৬‘শ ২০ টি কম্বল বিতরণ করা হয়েছে।

১১ টি ইউনিয়নের মধ্যে ৪ টি ইউপিতে নির্বাচন চলমান রয়েছে। তাই এ ৪টির ইউপি‘র সচিবদের হাতে এবং বাকি ৭ ইউপি‘র চেয়ারম্যানদের হাতে এ কম্বল তুলে দেয়া হয়েছে। তারা তাদের সুবিধামতো সময়ে সল্প আয় ও দুস্থ মানুষের মাঝে প্রধানমন্ত্রীর অনুদান এ কম্বল বিতরণ করবেন।

 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন