মঠবাড়িয়ায় নির্বাচনী সহিংসতায় পুলিশ ও নারীসহ আহত ২০


পিরোজপুরের মঠবাড়িয়ার আগামী ৫ জানুয়ারী অনুষ্ঠিতব্য নির্বাচনী প্রচারনায় ১১নং বড় মাছুয়া ইউনিয়নে শনিবার সন্ধায় নৌকা প্রার্থীর সমর্থকদের হামলায় কর্তব্যরত ৪ পুলিশ ও বিদ্রোহী (চশমা মার্কা)'র সমর্থক ১৫ নারীসহ অন্তত ২০ জন আহত হয়েছে। ইউনিয়নের দক্ষিণ বড়মাছুয়া গ্রামের বটতলা নামক স্থানে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- আয়েশা বেগম (৪৫), হেলেনা (৩৯), রুনু বেগম (৪২), সুরমা বেগম (৪৩), শেফালী (৫০), নিলুফা (৫২), আসমা বেগম (৩০), বিলকিস (৩০), শিলা (১৯), বকুল বেগম (৪৫), খাদিজা বেগম (৩০), শাহবানু (৬৫), জাহানুর (৩৫), মমতাজ (৩৩), মুন্নি বেগম (৩০) আহত হয়েছেন। আহত পুলিশ সদস্যরা হলেন, এএসআই সোহেল (৩৫), পুলিশ কনস্টেবল সীমান্ত খান (২৪), আব্দুস সালাম (২৩) ও রেজভী (২৬)। এসময় নৌকা প্রতীকের ফোরকান (৪০) নামের এক সমর্থকও আহত হয়েছে।
বড়মাছুয়া ইউনিয়নের আ‘লীগ বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান নাসির হোসেন হাওলাদার (চশমা) অভিযোগ করেন, শনিবার বিকেলে আমার চশমা প্রতীকের একদল নারী কর্মী প্রচারণা চালাতে দক্ষিণ বড়মাছুয়া গ্রামের বটতলা নামক স্থানে যায়। এসময় নৌকা প্রতীকের আয়শা আক্তার মনির সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। স্থানীয়রা আহতদের উদ্ধার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রাকিবুল ইসলাম জানান, নির্বাচনী সহিংসতায় ১৫ জন নারী কর্মীসহ ১৬ জন হাসপাতালে ভর্তি হয়েছে। ৪ পুলিশ সদস্য প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। এরমধ্যে গুরুতর আহত এক নারীকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আয়শা আক্তার মনি এ হামলার বিষয়টি অস্বীকার করেছেন। মঠবাড়িয়া থানা ওসি মুহা. নূরুল ইসলাম বাদল পুলিশ আহতের বিষয়টি অস্বীকার করে বলেন, এঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি।
এইচকেআর
