ইন্দুরকানী ইউপি নির্বাচনে জেপি মনোনীত মাসুদ করিম ইমন বিজয়ী

পিরোজপুরের ইন্দুরকানীতে চেয়ারম্যান পদে জাতীয় পার্টি জেপি মনোনীত সাইকেল মার্কার চেয়ারম্যান প্রার্থী মাসুদ করিম ইমন বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন।
রোববার চতুর্থ ধাপে ইন্দুরকানী উপজেলার ইন্দুরকানী সদর ইউনিয়নের নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচনে চেয়ারম্যান পদে বেসরকারী ফলাফলে আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন জাতীয়পার্টি জেপি মনোনীত সাইকেল মার্কা ৬৩৬২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী আওয়ামীলীগ মনোনীত মোবারক আলী হাওলাদার নৌকা প্রতিক নিয়ে ৩৬২৬ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।
নির্বাচনে দক্ষিণ ইন্দুরকানী কেন্দ্রে আওয়ামীলীগ সমর্থকদের হামলায় সাইকেল মার্কার এক কর্মী গুরুতর আহত হয়েছেন। এছাড়া কোন অপ্রীতিকর ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে।
এমবি
