ঢাকা বুধবার, ২৭ অগাস্ট ২০২৫

Motobad news

ডেমরার সোহেল রানা হত্যার মূল ঘাতক ও সহযোগি মঠবাড়িয়ায় আটক

 ডেমরার সোহেল রানা হত্যার মূল ঘাতক ও সহযোগি মঠবাড়িয়ায় আটক
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

ঢাকা ডেমরা থানা এলাকায় সোহেল রানা নামে এক যুবককে হত্যার মূল হত্যাকারী ও সহযোগীকে পিরাজপুরের মঠবাড়িয়া থেকে আটক করছে থানা পুলিশ। সোমবার বিকেলে উপজলার মধ্য তুষখালী গ্রামের বাড়ি থেকে খোকন মিয়ার ছেলে আলামীন ও তার সংঙ্গে থাকা নেত্রকোনা জেলার কদুয়া উপজেলার জাবরপুর গ্রামের আলমগীরের মেয়ে পুষ্প আক্তার আটক করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া সার্কল) মোহাম্মদ ইব্রাহীম বলেন, সোমবার দুপুর ডিএমপি থেকে সোহেল রানা নামে এক যুবককে হত্যার একটি ম্যাসেজ পাই। পরে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ ও ডিবি পুলিশ নিয়ে অভিযান চালিয়ে মধ্য তুষখালী থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতদের ডিএমপি পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

তিনি আরও বলেন, সোহল রানা তার স্ত্রী সাথী ও ১ বছরর শিশু কন্যা সাহিবা জান্নাত সিফাকে নিয় নওগাঁ জেলার মাদা উপজেলার কুশুমবা গ্রাম থেকে গত ২৪ ডিসম্বর ঢাকা এক আত্মীয়র বাসায় বেড়াত আসে। সেখান থেকে সাহল রানা গত ২৫ ডিসেম্বর শনিবার বিকেলে নারায়নগঞ্জ জলার সিদ্ধিরগঞ্জ বন্ধুর স থে দখা করতে যায়। এর পর আর বাসায় ফিরনি। পরবর্তীত ২৬ ডিসেম্বর রোববার ডেমরা থানা পুলিশ পূর্ব বক্সনগর একটি মাদ্রাসার নির্মাণাধীন ভবনের চিপা গলি থেকে সোহেল রানার মরদেহ উদ্ধার করে।

 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন