ইন্দুরকানী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকার হেভিওয়েট প্রার্থীর পরাজয়


এম,আহসানুল ছগির, ইন্দুরকানী প্রতিবেদক
পিরোজপুরের ইন্দুরকানীতে চেয়ারম্যান পদে নৌকার হেভিওয়েট প্রার্থী মোঃ মোবারক আলী হাওলাদার কে হারিয়ে জাতীয় পার্টি জেপি মনোনীত সাইকেল মার্কার প্রার্থী তরুন মাসুদ করিম ইমন বিজয়ী হয়েছেন।
রোববার চতুর্থ ধাপে ইন্দুরকানী উপজেলার ইন্দুরকানী সদর ইউনিয়নের নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচনে চেয়ারম্যান পদে বেসরকারী ফলাফলে আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন জাতীয়পার্টি জেপি মনোনীত সাইকেল মার্কার মাসুদ করিম ইমন ৬৩৬১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী আওয়ামীলীগ মনোনীত সাবেক ইউপি চেয়ারম্যান ও সাবেক উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ মোবারক আলী হাওলাদার নৌকা প্রতিক নিয়ে ৩৬২৬ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।
তবে নির্বাচনে প্রশাসনের কোন গাফিলাতি না থাকায় কোন অনিয়ম ছাড়াই ভোটাররা তাদের পছন্দমত প্রার্থীকে ভোট দিতে পেরেছেন।
নির্বাচন সুষ্ঠু ভাবে সমাপ্ত হওয়ায় বিজয়ী প্রার্থী মাসুদ করিম ইমন নির্বাচন কমিশন সহ প্রশাসনের সবাইকে ধন্যবাদ জানান। তিনি ইউনিয়নবাসীকে জয় পরাজয় মেনে নিয়ে সবাইকে নিয়ে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
অপরদিকে আওয়ামীলীগ প্রার্থী ব্যাপক ভোটে পরাজয়ের বিষয় ইন্দুরকানী সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আঃ আজিজ হাওলাদার জানান, বিজয়ী তরুণ ইমন তালুকদারের পিতার মৃত্যুর বিষয়টি মাথায় নিয়ে অধিকাংশ জনগণ ভোট দেয়ায় আওয়ামীলীগ প্রার্থী পরাজিত হয়েছে। তবে তিনি তাদের দলে স্থানীয় কোন কোন্দল নেই বলে দাবী করেন।
উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ সেলিম হাওলাদারের কাছে মোবাইল ফোনে আওয়ামীলীগ প্রার্থীর পরাজয়ের কারণ জানতে চাইলে তিনি কোন মন্তব্য করতে বাজি হননি।
ইন্দুরকানী উপজেলা নির্বাহী কর্মকর্তা লুৎফুন্নেসা খানম জানান, কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই ইন্দুরকানী সদর ইউনিয়নের নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।
এমবি
