ঢাকা বুধবার, ২৭ অগাস্ট ২০২৫

Motobad news

কাউখালীতে অগ্নিকান্ডে তিনটি দোকান পুড়ে ছাই

 কাউখালীতে অগ্নিকান্ডে তিনটি দোকান পুড়ে ছাই
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

কাউখালী থানার পার্শ্ববর্তী দোকানে রাত দশটার দিকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে দুটি দোকানের মালামাল পুড়ে ছাই হয়েছে। অগ্নিকান্ডে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থরা দাবী করেছেন।

জানা যায় মঙ্গলবার রাত ১০টা দিকে কাউখালী থানা সংলগ্ন মোবাইল ডটকম এন্ড কসমেটিক্স নামে একটি দোকানে আগুন লাগে। মূহুর্তের মধ্যে পাশ্ববর্তী দুই দোকানে আগুনে লেগে পুড়ে ভস্মীভূত হয়ে যায়। ফায়ার সার্ভিস সূত্রে জানায় যায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে অগ্নিকান্ডের সূত্রপাত।

 

খবর পেয়ে কাউখালীর ফায়ার সার্ভিস ষ্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে  প্রায় ঘন্টা ব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনে। উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিয়া মনু ,  উপজেলা নির্বাহী অফিসার মোছা. খালেদা খাতুন রেখা, ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, সদর ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন  করেন এবং ক্ষতিগ্রস্থদের সহযোগিতা করার আশ্বাস দেন।

 

 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন