ইন্দুরকানীতে অসহায় দুস্থ্য পরিবারের মাঝে কম্বল বিতরণ


পিরোজপুরের ইন্দুরকানীতে অসহায় দুস্থ্য ও শীতার্থদের মাঝে শাড়ি, লুঙ্গি ও কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার বালিপাড়া গ্রামে স্থানীয় ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য জামাল হোসেন মৃধার ভাই সমাজসেবক মো. হারুন মৃধা তার ব্যক্তিগত উদ্যোগে প্রায় দুই শতাধিক অসহায় দরিদ্র ও শীতার্থ পরিবারের মাঝে এ শাড়ি, লুঙ্গি ও কম্বল বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য ও যুবলীগ নেতা জামাল হোসেন মৃধা ও তার ভাই হারুন মৃধা, জাতীয় পার্টি (জেপির) সাবেক সাধারন সম্পাদক জালাল হোসেন মৃধা,বালিপাড়া ইউনিয়ন শ্রমীক লীগের সহ-সভাপতি খলিল হাওলাদার, যুগ্ন-সাধারন সম্পাদক সুমন ফরাজী, মন্টু, দুলাল, আবু বক্কর মৃধা প্রমুখ। গ্রামের অসহায় পরিবার গুলো শাড়ি,লুঙ্গি, কাপড় ও কম্বল পেয়ে উচ্ছাস প্রকাশ করেন।
এইচকেআর
