ঢাকা বুধবার, ২৭ অগাস্ট ২০২৫

Motobad news

মঠবাড়িয়ায় নির্বাচনী সহিংসতায় পুলিশসহ আহত ১১, গাড়ি ভাংচুর

মঠবাড়িয়ায় নির্বাচনী সহিংসতায় পুলিশসহ আহত ১১, গাড়ি ভাংচুর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

পিরোজপুরের মঠবাড়িয়ার পঞ্চম ধাপের ৫ জানুয়ায়ির নির্বাচনে প্রচারণার জেরে ১১ নং বড়মাছুয়া ইউনিয়নে বিদ্রোহী ও নৌকা প্রার্থীদের সমর্থকদের সংঘর্ষে পুলিশসহ উভয় পক্ষের ১১ জন গুরুতর জখম হয়েছেন। আহতরা হলেন- নৌকা সমর্থক মিজান মোল্লা (৩৫), জামাল কাজী (৫৪), রুবেল খা (২৫), মোতালেব (৬০), তুফান (২২), শামিম (২৫), ওয়ালিউল্লাহ (১৬) ও বিদ্রোহী প্রার্থীর সমর্থক আবুল কালাম (৬০), শাহাদাৎ হোসেন (২১) ও বড়মাছুয়া বাজারে দায়িত্বে থাকা পুলিশের দুই সদস্য সাকিল হোসেন (২৮) ও মোঃ রুবেল (৩০)। রোববার বিকেলে এ ঘটনা ঘটলে স্থানীয়রা আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

গুরুতর আহত জামাল কাজী, রুবেল খা, আবুল কালাম, শাহাদাৎ হোসেনকে রোববার রাতে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার বিকেলে নৌকার সমর্থকরা মোটর সাইকেলযোগে বিদ্রোহী প্রার্থীর বাড়ির সামনে দিয়ে ৫ নং ওয়ার্ডে প্রচারণায় যাচ্ছিলেন। এসময় বিদ্রোহী প্রার্থীর সমর্থকরা তাদের ধাওয়া করে দুটি মোটরসাইকেল পানিতে ফেলে দেন ও কয়েকটি মোটর সাইকেল ভাংচুর করেন। এ নিয়ে ‍উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

বিদ্রোহী প্রার্থী নাসির হোসেন হাওলাদার দাবী করেছেন যে, নৌকা প্রার্থীর সমর্থকরা তার বাড়ীতে হামলা চালালে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
আ’লীগ মনোনীত নৌকা প্রার্থী আয়েশা আক্তার মনি বলেন, বিদ্রোহী প্রার্থী ও তার সমর্থকরা ইচ্ছাকৃত ভাবে আমার কর্মিদের ওপর হামলা চালিয়েছে।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মুহা. নুরুল ইসলাম বাদল বলেন, নির্বাচনী প্রচারণার জেরে হামলার ঘটনাটি ঘটেছে। সংঘর্ষের খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

 

 


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন