ঢাকা বুধবার, ২৭ অগাস্ট ২০২৫

Motobad news

ভান্ডারিয়ায় বিস্ফোরক দ্রব্য মামলায় গ্রেফতার ১

ভান্ডারিয়ায় বিস্ফোরক দ্রব্য মামলায় গ্রেফতার ১
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

পিরোজপুরের ভান্ডারিয়ায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলায় রতন (৪৫) নামের এক যুবককে রবিবার রাতে গ্রেফতার করে থানা পুলিশ। সোমবার তাকে কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।  

স্থানীয় ও থানা পুলিশ সুত্রে জানাগেছে, ৫ম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলার ৪নম্বর ইকড়ি ইউনিয়নে ওই ইউনিয়নের ৭,৮,৯নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বর প্রার্থী ৯নং ওয়ার্ডের বাসিন্দা কলম প্রতিকের প্রার্থী অর্পণা রানীকে বিজয়ী করতে তার প্রতিদ্বন্দি বক প্রতিকের প্রার্থী শিল্পী রাণীর ঘরে রবিবার রাতে যে কোন সময় ৭টি বিস্ফোরক দ্রব্য ককটেল রেখে আসার পরে পার্শবর্তী মঠবাড়ীয়া উপজেলার বাসিন্দা জনৈক কবির নামের পরিচয়ে ৯৯৯ এ ফোন করেন। ফোন করে জানান, আমি একজন সুপারি ব্যবসায়ী রতন বৈরাগীর বাড়িতে সুপারি কিনতে গিয়ে ককটেল দেখে ভয়ে পালিয়ে আসি।

পরে ৯৯৯ থেকে ভান্ডারিয়া থানায় বিষয়টি অবহিত করলে থানা পুলিশ তথ্য প্রযুক্তির কৌশল অবলম্বন করে রতন (৪৫)নামের এক যুবককে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে (রতন) প্রতিদ্বন্দি প্রার্থীকে ফাঁসানোর জন্য ককটেল রাখার বিষয়টি স্বীকার করে বলে পুলিশ জানান।

এবিষয়ে ভান্ডারিয়া থানার ওসি তদন্ত মো. মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ৭টি ককটেল উদ্ধার করা হয়েছে। থানার উপ-পরিদর্শক (এস.আই) মো.বজলুর রহমান বাদি হয়ে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। এবং রতন কে কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন