ঢাকা বুধবার, ২৭ অগাস্ট ২০২৫

Motobad news

মঠবাড়িয়ায় ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর: টাকা লুটের অভিযোগ

মঠবাড়িয়ায় ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর: টাকা লুটের অভিযোগ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

পিরোজপুরের মঠবাড়িয়ায় টাকা লেনদেনের জেরে পৌর শহরের কাপুড়িয়া পট্টির একটি কাঁটা কাপড়ের (স্টার টেইলার্স) দোকানে ভাংচুর ও হামলা চালিয়ে নগদ টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় ব্যবসা প্রতিষ্ঠানের মালিক মাইনুল আকন এর স্ত্রী মোসাঃ রনি বেগম মঙ্গলবার দুপুরে মঠবাড়িয়া বনিক সমিতি ও সোমবার রাতে মঠবাড়িয়া থানায় লিখিত অভিযোগ করেন।

লিখিত ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার সেনের টিকিকাটা গ্রামের জলীল মৃধার স্ত্রী বর্তমান সংরক্ষিত আসনের ইউপি সদস্যা মোসাঃ মনোয়ারা বেগমের সাথে মাইনুল আকনের অর্থনৈতিক লেনদেনের সম্পর্ক রয়েছে। মাইনুল আকন চিকিৎসায় ঢাকা অবস্থান করার সুযোগে মনোয়ারা বেগম ও তার ছেলে সোহাগ এর নেতৃত্বে ৬-৭ জনের একটি সন্ত্রাসী দল ফ্লিমি স্টাইলে রোববার সন্ধার পরে স্টার টেইলার্সে প্রবেশ করে পাওনা টাকা দাবী করে। এসময় দোকানের কর্মচারী ও মালিকের ছেলে তাদেরকে শান্ত করার চেষ্টা করলে আরও উত্তেজিত হয়ে তাদেরকে মারধর করে ও দোকানের মালামাল তছনছ করে এবং ক্যাশ বাক্সে থাকা দেড় লাখ টাকা ছিনিয়ে নিয়ে প্রমান লোপাট করার জন্য সিসি ক্যামেরা ভেঙে সটকে পরে। প্রকাশ্যে এ ঘটনা ঘটলে বাজারে আতংক ছড়িয়ে পরে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করে পরিস্থিতি শান্ত করেন।

অভিযুক্ত মনোয়ারা বেগম অভিযোগ অস্বীকার করে বলেন, নির্বচনের জন্য আমি পাওনা টাকা চাইতে গেলে দোকান মালিকের ছেলে ও কর্মচারী আমাকে মারধর করা হয়েছে সিসি ক্যমেরায় ধরান করা আছে। এ ঘটনায় আমি থানায় জিডি করেছি।
মঠবাড়িয়া থানার ওসি মুহা. নূরুল ইসলাম বাদল পৃথক দুটি জিডি নেয়ার সত্যতা নিশ্চিত করে বলেন,  তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন