ঢাকা বুধবার, ২৭ অগাস্ট ২০২৫

Motobad news

ইন্দুরকানীর চন্ডিপুরে নৌকার প্রার্থী মনোনয়ন

ইন্দুরকানীর চন্ডিপুরে নৌকার প্রার্থী মনোনয়ন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার ৫ নং চন্ডিপুর ইউপি নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকে দলীয় মনোনয়ন পেলেন চন্ডিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান স্বপন মাঝি। আওয়ামী লীগের কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড আগামী ৭ ফেব্রুয়ারি সপ্তম ধাপে অনুষ্ঠেয় ইউপি নির্বাচনে দলীয় মনোনয়ন চূড়ান্ত করে আজ শুক্রবার দুপুরে এ তালিকা প্রকাশ করে।

জানা যায়,  নবগঠিত চন্ডিপুর ইউনিয়ন থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে প্রতীক পাওয়া মিজানুর রহমান স্বপন মাঝি ছাড়াও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য শেখ আবুল কালাম আজাদ ইমরান এবং স্থানীয় যুবলীগ নেতা জিয়াউল হাসান রনি সহ   কেন্দ্রে তিন জনের নাম পাঠায় জেলা আওয়ামী লীগ।

৬ জানুয়ারি অনুষ্ঠিত বৈঠকে  মনোনয়ন বোর্ড সপ্তম ভাবের অনুষ্ঠেয় ইউপি নির্বাচনে  আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চূড়ান্ত করে  আজ শুক্রবার তালিকা প্রকাশ করে। ক্লিন ইমেজের  ও কর্মীবান্ধব জনপ্রিয় এ আওয়ামী লীগ নেতার  চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রাপ্তিতে খুশি চন্ডিপুর ইউনিয়নের মাঠ পর্যায়ের নেতাকর্মী-সমার্থক থেকে শুরু করে উপজেলার  অন্যান্য ইউনিয়নের নেতা-কর্মী-সমর্থকরা।  দুপুরে  স্বপন মাঝির মনোনয়ন প্রাপ্তীর খবর ছড়িয়ে পড়লে বিএনপি-জামায়াতের ভোট ব্যাংক খ্যাত চন্ডিপুর ইউনিয়নে নৌকার প্রার্থী মনোনয়নে সঠিক সিদ্ধান্ত নেয়ার জন্য আ.লীগের সভানেত্রী শেখ হাসিনাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে  দলের স্থানীয় নেতাকর্মীরা তাকে অভিনন্দন জানান।

প্রসঙ্গত,  উপজেলার পাঁচটি ইউনিয়নের মধ্যে  ১নং পাড়েরহাট, ২ নং প্রত্যাশী, ৩ নং বালিপাড়া ও ৪ নং ইন্দুরকানী সদর ইউপি নির্বাচন  ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।

ঘোষিত তফসিল অনুযায়ী বাকি ৫নং চন্ডিপুর ইউনিয়নের নির্বাচন সপ্তম ধাপে আগামী ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন