ঢাকা বুধবার, ২৭ অগাস্ট ২০২৫

Motobad news

চন্ডিপুর ইউনিয়নে জাতীয় পার্টি-জেপি’র মনোনয়ন পেলেন মশিউর রহমান মঞ্জু

চন্ডিপুর ইউনিয়নে জাতীয় পার্টি-জেপি’র মনোনয়ন পেলেন মশিউর রহমান মঞ্জু
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সপ্তম ধাপে পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার নবগঠিত চন্ডিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মশিউর রহমান মঞ্জুকে জাতীয় পার্টি-জেপি’র দলীয় মনোনয়ন প্রদান করা হয়েছে। সোমবার সকালে উপজেলা জেপি কার্যালয়ে জাতীয়-পার্টি জেপি’র চেয়ারম্যান ও পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জু স্বাক্ষরিত দলীয় মনোনয়ন পত্র মশিউর রহমান মঞ্জু’র হাতে তুলে দেয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন ভান্ডারিয়া উপজেলা জাতীয় পার্টি-জেপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক ও পৌর কাউন্সিলর মোঃ গোলাম সরোয়ার জোমাদ্দার, ভান্ডারিয়া উপজেলা জাতীয় পার্টি-জেপি’র সদস্য সচিব ও ধাওয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু, ভান্ডারিয়া উপজেলা জাতীয় পার্টি-জেপি’র যুগ্ম আহবায়ক ও ভান্ডারিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মশিউর রহমান মৃধা, ভান্ডারিয়া উপজেলা জাতীয় পার্টি-জেপি’র যুগ্ম আহবায়ক ও নদমুলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেজবা উদ্দিন আরিফ জোমাদ্দার, ইন্দুরকানী উপজেলা জাতীয় পার্টি-জেপি’র সদস্য সচিব ও পত্তাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহীন হাওলাদার, ইন্দুরকানী উপজেলা জেপি’র সদস্য ও ইন্দুরকানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ করিম তালুকদার ইমনসহ দলীয় নেতৃবৃন্দ।
 
মশিউর রহমান মঞ্জু অবিভক্ত বালিপাড়া ইউনিয়ন পরিষদে ১৯৯৬ সাল থেকে ১৮ বছর ২ মাস নিরবিচ্ছিন্ন ভাবে চেয়াম্যানের দায়িত্ব পালন করেন। এসময় তিনি পিরোজপুর জেলার শ্রেষ্ট চেয়ারম্যান হিসাবে স্বর্ণপদক লাভ করেন। এছাড়া তার পিতা মনুসুর আহম্মেদ হাওলাদার ১৯৫৪ সাল থেকে ২২ বছর একই পরিষদের চেয়ারম্যান ছিলেন। পিতার মৃত্যুর পরে আশির দশকে তার বড় ভাই মতিউর রহমান চুন্নু বালিপাড়া ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয়ে ৫ বছর দায়িত্ব পালন করেন। সম্প্রতি বালিপাড়া ইউনিয়নকে বিভক্ত করে বালিপাড়া ও চন্ডিপুর নামে পৃথক দুটি ইউনিয়নে রূপান্তর করা হয়েছে। ফলে নবগঠিত চন্ডিপুর ইউনিয়নে জাতীয় পার্টি জেপি’র দলীয় মনোনয়ন পেয়ে বাই-সাইকেল প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে প্রার্থীতা করছেন জনপ্রিয় ও সফল জেপি নেতা মশিউর রহমান মঞ্জু।

 সোমবার তিনি দলীয় নেতৃবৃন্দদের সাথে নিয়ে ইন্দুরকানী উপজেলা নির্বাচন অফিসার এএসএম রোকনুজ্জামান খানের কাছে মনোনয়ন পত্র দাখিল করেছেন। উল্লেখ্য আগামী ৭ ফেব্রুয়ারী সপ্তম ধাপে চন্ডিপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এ ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ১৩৭৩৭ জন।

 

 


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন