ভাণ্ডারিয়ায় পিরোজপুর জেলা প্রশাসককে বিদায় সংবর্ধনা
.jpg)

পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন সম্প্রতি শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনির একান্ত সচিব পদে পদায়ন হওয়ায় ভা-ারিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের যৌথ উদ্যোগে তাকে বিদায় সংবর্ধণা দেয়া হয়। এ উপলক্ষে গতকাল সোমবার বিকালে ইঞ্জিনিয়ার খন্দকার মোশারফ হোসেন উপজেলা অডিটরিয়ামে এক আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সীমা রানী ধর এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন।
এছাড়া আরো বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মহিউদ্দিন মহারাজ, ভা-ারিয়া উপজেলা চেয়ারম্যান মিরাজুল ইসলাম মিরাজ, ভাইস চেয়ারম্যান মো. মশিউর রহমান মৃধা, ওসি মো. মাসুমুর রহমান বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং জাতীয় পার্টি জেপির পক্ষে জেপির সদস্য সচিব ও ধাওয়া ইউপি চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান টুলু, সমাজ সেবা কর্মকর্তা ভবানী সংকর বল ও শিক্ষক শফিকুল ইসলাম আযাদ প্রমুখ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টিÑ জেপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও পৌর কাউন্সিলর মো গোলাম সরওয়ার জোমাদ্দার. যুগ্ম আহবায়ক ও গৌরীপুর ইউপি চেয়ারম্যান মো. মজিবুর রহমান চৌধুরী, ইউপি চেয়ারম্যান খান এনামুল করিম পান্না সহ সরকারি বেসরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন বলেন, আমি পিরোজপুর সহ এ পর্যন্ত ৯টি জেলায় কর্মরত ছিলাম। এর মধ্যে পিরোজপুর জেলার ভাণ্ডারিয়া উপজেলা একটি পরিচ্ছন্ন উপজেলা। কারণ এ আসনের সংসদ সদস্য ,জাতীয় পার্টিÑ জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি সকল দল মতের মানুষকে ঐক্যবদ্ধ রেখে এ উপজেলা সহ তার নির্বাচনী এলাকার উন্নয়ন মূলক কাজ তরান্বিত করতে সক্ষম হওয়ায় তার প্রতি আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানানোর পাশা পাশি তার (আনোয়ার হোসেন মঞ্জুর) সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ূঁ কামনা করেন।
আলোচনা সভার পূর্বে বিদায়ী অতিথিকে বিভিন্ন দপ্তর থেকে ফুলের শুভেচ্ছা এবং পরে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
এমবি
