ঢাকা বুধবার, ১৬ জুলাই ২০২৫

Motobad news
শিরোনাম
  • সহিংসতা মুক্ত রাজনৈতিক বাংলাদেশ দেখতে চেয়েছিলাম, কিন্তু এখনও তা দেখতে পারছি না- নাহিদ ইসলাম  পবিত্র কাবার ঠিক উপরে বিরল মহাজাগতিক ঘটনা, মুসলিমরা পেলেন সুস্পষ্ট নির্দেশনা মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীরা মাল্টিপল ভিসা পাবেন বিরল ম্যাচে ভুটানকে সহজে হারালো বাংলাদেশের মেয়েরা মাইডাস ফাইন্যান্স পিএলসি’র পরিচালক পদে নিয়োগ পেলেন বরিশালের সন্তান কামরুজ্জামান খান মাসুম অভ্যন্তরীণ গণতন্ত্রের চর্চার উন্নয়ন জাতীয় পর্যায়ে সম্মেলন ১৬ জুলাই রাষ্ট্রীয় শোক জুলাইয়ের চেতনাকে ধারণ করে একসঙ্গে এগিয়ে যাওয়ার অঙ্গীকার প্রধান উপদেষ্টার ঢাকা-বরিশাল মহাসড়কে বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ ইসির প্রাথমিক বাছাইয়ে ‘ফেল’ নতুন নিবন্ধন চাওয়া ১৪৪টি দল
  • এক জালে উঠে এলো ৬ লাখ টাকার মাছ

    এক জালে উঠে এলো ৬ লাখ টাকার মাছ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কক্সবাজারের টেকনাফের শাহপরীরদ্বীপ উপকূলের এক জেলের টানা জালে ছোট, বড় ৩০০ মণ মাছ আটকা পড়েছে। এ সময় স্থানীয় মৎস্য ব্যবসায়ীদের কাছে মাছগুলো ৬ লাখ টাকায় বিক্রি করেছেন। 

    সোমবার সকালে সাবরাং ইউপি শাহপরীরদ্বীপ পশ্চিমপাড়া সৈকতে মাঝের পাড়ার মো. কলিম উল্লাহর জালে এসব মাছগুলো ধরা পড়ে।

    স্থানীয়রা জানান, উপকূলের এক জেলের টানা জালে ছোট পোয়া, ছোট ফাইস্যা, বড় ফাইস্যা, মলা, ছুরি, বাটা ইত্যাদি ছোট প্রজাতির ৩০০ মণ মাছ আটকা পড়ছে।জেলেরা মাছ তোলার সঙ্গে সঙ্গে এসব মাছ ন্যায্য মূল্যে বিক্রি করছেন পাইকারী ক্রেতাদের কাছে। পাইকারী ক্রেতারা কিছু মাছ বাজারে তুললেও বাকীগুলো পাঠিয়ে দিচ্ছেন শুটকি মহালে। এতে করে জালের মালিক ও জেলে সহ লাভবান হচ্ছেন মৎস সংশ্লিষ্ট উপকূলবাসী।

    শাহপরীরদ্বীপ টানা জালে মাছ আটকা পড়া জেলে মো. কলিম উল্লাহ বলেন, আমার এক জালে আটকা পড়া মাছগুলো ৬ লাখ টাকায় বিক্রি করেছি। গতকালকেও ৪ লাখ টাকার মাছ পেয়েছি। অন্যান্য বছরের চেয়ে হঠাৎ করে এই বছর টানা জালে প্রচুর পরিমানে মাছ পড়তেছে। প্রতিদিন প্রচুর পরিমানের মাছ ধরা পড়ায় উপকূলের জেলেরা খুব আনন্দে দিন কাটাচ্ছে।্এক জালে উঠে এলো ৩০০ মণ মাছ, ৬ লাখ টাকায় বিক্রি 

    কক্সবাজারের টেকনাফের শাহপরীরদ্বীপ উপকূলের এক জেলের টানা জালে ছোট, বড় ৩০০ মণ মাছ আটকা পড়েছে। এ সময় স্থানীয় মৎস্য ব্যবসায়ীদের কাছে মাছগুলো ৬ লাখ টাকায় বিক্রি করেছেন। 

    সোমবার সকালে সাবরাং ইউপি শাহপরীরদ্বীপ পশ্চিমপাড়া সৈকতে মাঝের পাড়ার মো. কলিম উল্লাহর জালে এসব মাছগুলো ধরা পড়ে।

    স্থানীয়রা জানান, উপকূলের এক জেলের টানা জালে ছোট পোয়া, ছোট ফাইস্যা, বড় ফাইস্যা, মলা, ছুরি, বাটা ইত্যাদি ছোট প্রজাতির ৩০০ মণ মাছ আটকা পড়ছে।জেলেরা মাছ তোলার সঙ্গে সঙ্গে এসব মাছ ন্যায্য মূল্যে বিক্রি করছেন পাইকারী ক্রেতাদের কাছে। পাইকারী ক্রেতারা কিছু মাছ বাজারে তুললেও বাকীগুলো পাঠিয়ে দিচ্ছেন শুটকি মহালে। এতে করে জালের মালিক ও জেলে সহ লাভবান হচ্ছেন মৎস সংশ্লিষ্ট উপকূলবাসী।

    শাহপরীরদ্বীপ টানা জালে মাছ আটকা পড়া জেলে মো. কলিম উল্লাহ বলেন, আমার এক জালে আটকা পড়া মাছগুলো ৬ লাখ টাকায় বিক্রি করেছি। গতকালকেও ৪ লাখ টাকার মাছ পেয়েছি। অন্যান্য বছরের চেয়ে হঠাৎ করে এই বছর টানা জালে প্রচুর পরিমানে মাছ পড়তেছে। প্রতিদিন প্রচুর পরিমানের মাছ ধরা পড়ায় উপকূলের জেলেরা খুব আনন্দে দিন কাটাচ্ছে।


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ