ঢাকা সোমবার, ১৪ জুলাই ২০২৫

Motobad news

দুমকিতে আইডিই'র উদ্যোগে ওয়াশ বিষয়ক কর্মশালা

দুমকিতে আইডিই'র উদ্যোগে ওয়াশ বিষয়ক কর্মশালা
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

পটুয়াখালীর দুমকিতে আইডিই'র উদ্যোগে এবং জনস্বাস্থ্য অধিদপ্তরের সহযোগিতায় বাংলাদেশ নিউট্রিশন অ্যাক্টভিটি উপজেলা পর্যায়ের সরকারি-বেসরকারি স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সাথে ওয়াশ বিষয়ক দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ইউএনও মো. শাহাদাত হোসেন মাসুদ।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ ফরিদা ইয়াসমিন, শ্রীরামপুর ইউপি চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম ছালাম, দুমকি প্রেসক্লাবের সভাপতি এসএম জাকির হোসেন হাওলাদার, পল্লী সেবা সংঘের নির্বাহী পরিচালক হোসাইন আহমাদ কবির প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী সাথী বেগম। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইডিই বাংলাদেশের ফিল্ড টিম লিডার মো. মাসুম হোসেন। কর্মশালায় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন