ভোক্তা অধিকার আইনে ৬ ব্যবসায়ীকে জরিমানা
.jpg)
পিরোজপুর মঠবাড়িয়া পৌর বাজারে বুধবার দুপুরে ভোক্তা অধিকার আইনে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ৬টি ব্যবসায়ীকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পিরোজপুর জেলা এর সহকারী পরিচালক দেবাশীষ রায়।
এ সময় পৌর বাজারে দোকানে পন্যর মূল্য তালিকা না রাখার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৬টি ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে মোট ৮ হাজার ৫শ’ টাকা জরিমানা করা হয়। এ সময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন সম্পর্কে ধারণা দেয়া হয়।
সহকারী পরিচালক দেবাশীষ রায় বলেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পিরোজপুর জেলা কার্যালয় কর্তৃক পরিচালিত নিয়মিত বাজার অভিযানের অংশ হিসেবে এ জরিমানা করা হয়েছে। সেই সাথে সবাইকে সাস্থ্যবিধি মেনে চলার জন্য পরামর্শ দেওয়া হয়।
এসএম